.......সহযোগিতা চাই........
লিখেছেন লিখেছেন কাহাফ ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:২৯:১২ দুপুর
............. বেশ অনেক আগে 'বিডিটুডে'র সাথে সামান্য পরিচয়ের পরেই অচেনা মানুষের মত হারিয়ে গিয়েছিলাম আমি। কিছু দিন হলো নতুন ভাবে আবার পরিচয়,মন্তব্য-প্রতিমন্তব্যের ছলে শুরু টুক-টাক কথা বার্তা।কিন্তু আমি চাই-আলাপের দীর্ঘায়ু,চাই 'বিডিটুডে'র হ্রদয়ে জায়গা করে নিতে। নিজের অযোগ্যতা/অসামর্থতা জানা থাকলেও মন তো মানে না।
জানি-এর জন্যে লিখতে হবে,লেখা মান সম্মত হতে হবে।
কিন্তু আমি যে পারি না লিখতে...............।
তারপরও....
..... বহুল প্রচলিত উপদেশ বাক্য "গাইতে গাইতে গায়েন" এর সাথে তাল মিলিয়ে লিখতে লিখতে............হওয়ার অভিপ্রায়ে কমতিহীন চেষ্টায় সামনে যতই এগুতে চাই,জানা-অজানা কিছু ভয়/শংকা পিছু টেনে ধরে ততই।
বর্তমান অসহনীয় পরিস্হিতিতেও জনতার পুন্জিভূত আক্রোশ যেমন প্রতিরোধের বিস্ফোরণে রুপান্তরিত হতে পারছে না ,তেমনি-আমার মনের সাজানো কথামালা/পরিকল্পনাও লেখার দ্বার প্রান্তে এসে অযাচিত ভাবেই পাথর হয়ে থমকে যায় । সর্বশক্তি খাটিয়েও সামনে বাড়াতে পারি না যেন।
নিষ্পাপ সফেদ কাগজে বেহুদা ব্যর্থময় কলংকের আচড় থেকে বাচাতেই কি কলমের এমন আচরণ.....?
'একবার না পারিলে-দেখ শত বারে'র জায়গায় 'হাজার বার' শব্দ বসিয়েও কাজে আসছে না আমার।
আমার এ গুরুতর অবস্হা থেকে উত্তরণের পথ বাতলে দিতে
সন্মানিত ব্লগার ভাইদের অতিশয় মুল্যবান পরামর্শ/সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি..........।
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য রেখে যাওয়ায় শুকরিয়া জানাই.......
মুল্যবান পরামর্শের জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি......
আমিও ফেরারি মন এর সাথে একমত।
আপনি লিখে যান। আর হতাশা হচ্ছে একটি নেগেটিভ সাইড। লেখকদের সব সময় পজিটিভ থাকতে হবে।
আমি আপনাকে কোনো উপদেশ দিলাম মনে করবেন না আবার, কাহাফ ভাই।
আপনি লিখে যান, আমরা সবাই পড়ব। লিখতে লিখতে এবং আমাদের পড়ে পড়ে মন্তব্যের দ্বারা আপনার লেখা 'আপনার কথামত "লেখা মান সম্মত হতে হবে" হয়ে যাবে।
ধন্যবাদ এবং শুভেচ্ছা অনেক অনেক।
আপনাদের উপদেশ-পরামর্শই কামনা করি-নিজের প্রয়োজনেই। ইনশা আল্লাহ চেদ্টা চালিয়ে যাব -দোয়া চাই আপনাদের।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা রইল.....
পরামর্শ দেয়ার যোগ্যতা আমাদের আছে বলে মনে করিনা! তবে একটি কথা বলতে পারি আপনার মন্তব্য করার মোটামুটি দক্ষতা আছে! অল্প কথায় মন্তব্য করলেও সামপ্রতিক সময়ে লেখকদেরকে উৎসাহ দিয়ে সবার নজরে এসেছেন আপনি। এ দ্বারা অব্যাহত থাকলে আপনা আপনিই মানসম্পন্ন লেখা মাথার ভেতরে এসে গজ গজ করতে থাকবে। আপনি হয়ে উঠবেন মানসম্পন্ন লেখক।
আপনার জন্য শুভকামনা রহিলো।
আপনার জন্যেও শুভ কামনা.....।
খুজে পেয়েও আবার যেন কোথায় হারিয়ে যায় পথ.....।
উৎসাহ দেয়ায় অনেক শুকরিয়া জানাই ব্লগার বুসিফেলাস ভাই...
প্রেরণদায়ী উৎসাহী নান্দনিক এমন মন্তব্য উচোমনের মানুষদের সহজাত প্রবৃত্তি,আপনার বেলাও এর ব্যতিক্রম ঘটবে না জানি।
না বুঝে অতীতে হয়তো হয়েছে কিন্তু এখন আপনাদের সাথে 'মশকরা'র বেয়াদবীর কল্পনাও করতে পারি না আমি,দু'এক শব্দ যা আসে সবই তো অনাদের অবদান।
আপনাদের সীমাহীন বিশালতায় থাকতে চাই আমি পঠন-মন্তব্যে হলেও।
নান্দনিক মন্তব্য অনুরণিত হচ্ছে আমার তনোমনে...... ধন্যবাদ অজস্র এবং জাযাকাল্লাহ জানাচ্ছি অন্তর থেকেই
আশা-নিরাশার দোলাচলে ভেসে বেড়াচ্ছি এখনো, আপনাদের পরামর্শ-সহযোগীতা সাহস যোগাচ্ছে কিছু টা.......।
সুন্দর মন্তব্যের জন্যে শ্রদ্ধেয়া @ঈপ্সিতা চৌধুরী আপু এবং আপুর সাথে সহমত পোষণে শ্রদ্ধেয় @ফেরারী মন ভাই কে ধন্যবাদ ও জাযাকুলুল্লাহু খাইরান জানাচ্ছি....।
তাই.....? আপনার উৎসাহ দেয়ার রীতি এখনো আগের মতই আছে ব্লগার নাছির আলী ভাই।
ধন্যবাদ আপনাকে অনেক অনেক।
মন্তব্য করতে লগইন করুন