মা..........।
লিখেছেন লিখেছেন কাহাফ ০৩ আগস্ট, ২০১৪, ১০:৪২:৪২ সকাল
আমার মায়ের কথা পড়লে মনে
আধারের মেঘে ঢেকে যায় হৃদয়
শ্রাবনের বারী যেন দু'চোখ ভরে
বেদনার স্মৃতি এসে- আমাকে কাঁদায়
আমায় কাঁদায়, মা গো- মা গো....।
(কপি পোস্ট।)
বিষয়: বিবিধ
৩৮৫৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি করে ছেড়ে গেলে তুমি আমাকে।
তোমার স্মৃতি গুমড়ে মরে,
আমার এই অন্তরে।
মা................. ও......মা।
আজকে তুমি হয়ে গেলে অধরা
চলে গেলে অনেক দূরে।
ঘুমের ঘোরে খুঁজি তোমায়,
আমার স্বপ্নে ঘুরে।
কি করে গো মা বলে দাও না,
তোমায় দেখিব আমি প্রান ভরে।
তয়াম্র স্মৃতি গুমড়ে মরে,
আমার এই অন্তরে।
মা................. ও......মা।
আসসালামু আলাইকুম ওয়রাহমাতুল্লাহ....
'মা'কে নিয়ে অনেক সংগীত আমার সংগ্রহে ছিল এক সময়।
মা কে নিয়ে সুন্দর আপনি প্রদত্ব এই কথামালা সুরের মাধ্যমে শুনতে মন চাচ্ছে খুব!
কিছু শুনলাম,ডিউটি শেষে পুরোটা শুনবো ইনশা আল্লাহ, সাবক্রাইব্ করে নিলাম চ্যানেল টা।
আপনার কন্ঠ মাশা আল্লাহ অনেক অনেক মধুর।
'মায়ের জন্য অশ্রু ঝরে'এমন মহান ব্যক্তির পদচারণা আমার ব্লগাংগিনায়- আমি আপ্লুত!
অনেক অনেক শুভ কামনা আপনার জন্যে।
ভালো থাকবেন......
মন্তব্য করতে লগইন করুন