সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। --------রবীন্দ্র্নাথ ঠাকুর

লিখেছেন লিখেছেন অশনিসংকেত ১৯ মার্চ, ২০১৩, ০১:০৯:৫৬ রাত

আমার মাথা নত করে দাও হে তোমার

চরণ্ধুলার তলে ।

সকল অহংকার হে আমার

ডুবাও চোখের জলে।

নিজেকে করিতে গোরব দান

নিজেকে কেবলই করি অপমান,

আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া

ঘুরে মরি পলে পলে ।

সকল অহংকার হে আমার

ডুবাও চোখের জলে ।

আমারে না যেন করি প্রচার

আমার আপন কাজে;

তোমারি ইচ্ছা করো হে পূর্ণ

আমার জীবন মাঝে ।

যাচি হে তোমার পরম শান্তি

পরাণে তোমার পরম কান্তি

আমারে আরাল করিয়া দারাও

হ্রিদয় পদ্ধদলে ।

সকল অহংকার হে আমার

ডুবাও চোখের জলে।

বিষয়: বিবিধ

১৩৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File