মিডিয়ার প্রতারনা

লিখেছেন লিখেছেন প্রজন্ম চত্বর ০৩ মার্চ, ২০১৩, ১১:২৫:০৮ রাত

সারাদেশে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে তা গনহত্যার শামীল । কিন্ত অনেক মিডিয়াই সত্য এবং নিরপেক্ষ সংবাদ প্রচার করছেনা , যা একটি জাতির জন্য ‍দুর্ভাগ্যের কারন ,এবং দুর্ভাগ্যের কারন বাঙ্গালী জাতির জন্য। আমরা লক্ষ্য করছি আজকে যারা রায়ের বিপক্ষে অংশ নিয়েছে তারা হল এই দেশের আপামর জনসাধারন, দলমত নির্বিশেষে সবাই এই আন্দোলনে শরীক হচ্ছে । কিন্তু সরকারের পেটুয়া বাহিনি পুলিশ সেখানে পাখির মত গুলি করছে , যার ফলশ্রুতিতে - শিশু ও নারী সহ অসংখ্য মানুষ আজকে প্রান হারাচ্ছে। অতচ অধিকাংশ মিডায়া্ই প্রচার করছে যে, জামাতের তান্ডবে মানুষ মারা যাচ্ছে। সুতরাং মিডিয়ার প্রতারনা থেকে আমাদের সজাগ এবং সচেতন থাকতে হবে।

বিষয়: রাজনীতি

৯৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File