মুসলিম সমাজ ও তাদের অভিভাবকরা কোন পথে ?

লিখেছেন লিখেছেন অবুঝ মানুষ ২৩ আগস্ট, ২০১৬, ০২:৫৩:১৭ দুপুর

আজ মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ, ঘুষ, দুর্নীতি আর অশ্লীল সংস্কৃতির সয়লাব। মুসলিম সন্তানরা এমন শিক্ষায় শিক্ষিত(?) হচ্ছে, অদূঢ় ভবিষ্যতে এরা ভালো-মন্দ, সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ের মাঝে পার্থক্য করার সামর্থ হারিয়ে ফেলবে।

অথচ যাদের দায়িত্ব সমাজকে সঠিক পথ দেখানো, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ করা, আজ তারা ব্যস্ত একে অপরের দোষ খুজতে, আর ছোট ছোট মত পার্থক্য নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়ে একে অপরকে কাফের, মুশরিক, ফাসেক, আকীদা নষ্ট ইত্যাদি বলে অাখ্যায়িত করতে।

জানিনা এদের চৈতন্য কবে হবে ?

কবে এদেশের মুসলিম সমাজ তাদের সঠিক অভিভাবক খুজে পাবে ?

বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376692
২৩ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৪২
হতভাগা লিখেছেন : প্রত্যেক মুসলমান একেক জন বিশাল মাপের আলেম , কেউ কাউকে মানে না ।
376700
২৩ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:১৬
কুয়েত থেকে লিখেছেন : মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঘুষ দুর্নীতি আর অশ্লীল সংস্কৃতি মুসলিম সন্তানরা এমন শিক্ষায় শিক্ষিত হচ্ছে যে এরা ভালো মন্দ ন্যায় অন্যায় বুঝার শক্তি হারিয়ে ফেলছে। কুরআনের জ্ঞান সা থাকার কারনেই তা হচ্ছে। ভালো লাগলো অনেক ধন্যবাদ
376773
২৫ আগস্ট ২০১৬ রাত ১২:৩৩
আসমানি লিখেছেন : নিজেকে বেশী জ্ঞানী মনে করার কারনে এমনটা হচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File