আশার সূর্য
লিখেছেন লিখেছেন অবুঝ মানুষ ১৬ জুলাই, ২০১৬, ০৯:২২:৫০ সকাল
হৃদয়ে এক তীব্র কম্পন অনুভূত হচ্ছিল, যখন মাত্র ৫ ঘন্টা আগের তুরস্কের সংবাদ গুলো দেখছিলাম। মনে হচ্ছিল, মুসলিমদের ঐক্য প্রচেষ্টার সর্বশেষ শক্তিটিও আজ বুঝি শেষ হয়ে গেল। দেখছিলাম জনমানব হীন রাস্তায় সেনাবাহিনীর ট্যাংকের সশব্দ মহড়া। মনে হচ্ছিল সবাই ঘরে খিল এটে বসে আছে। কিন্তু না মাত্র এক ঘন্টা পরেই দেখলাম এরদোগানের ডাকে সাড়া দিয়ে লাখো তুর্কী জনতা নেমে এসেছে রাস্তায়, কেউ হেটে, কেউ বা গাড়িতে। মুহুর্তের মধ্যে রাজধানী আনকারা, ইস্তাম্বুল সহ গুরুত্বপূর্ণ শহরগুলো পরিণত হল জনসমুদ্রে। এরদোগানের নেতৃত্বে ঐক্যবদ্ধ তুর্কী জাতী প্রদর্শন করল তাদের একতার শক্তি ।দেখলাম মায়েরা তার ছোট্ট সন্তানকেও নিয়ে এসেছে দেশকে অপশক্তির হাত থেকে রক্ষা করতে। সেনাবাহিনীর ট্যাংকের সামনে দাড়িয়ে গেছে লাঠি হাতে তরুন ও মাঝ বয়সী লোকেরা, কেউ বা ট্যাংকের উপরে উঠে উল্লাস করছে। পরক্ষণেই কেটে গেল হৃদয় আচ্ছন্ন করা ঘোর অমানিশার সকল অন্ধকার। চারঘন্টার এমন এক বাস্তব স্বপ্ন থেকে জেগে দেখলাম এক সোনালী সূর্য উদিত হয়েছে, যে সূর্য শুধু তুরস্ককে নয় আলোকিত করবে সাড়া বিশ্বকে, প্রানের স্পন্দ ফিরিয়ে দিবে মৃতপ্রায় মুসলিম বিশ্বের প্রতিটি সমাজের। সকল অপশক্তির বিরুদ্বে তারাও একদিন জেগে উঠবে তুর্কী জনগনের মত । ভেঙ্গে চুরমার করে দিবে বাতিলের সকল চক্রান্তকে। ইনশাআল্লাহ।।
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনে করা হয় যে বাইরের সাপোর্ট নিয়ে সেনাবাহিনী এসব করে । যারা দেশের সাবভৌমত্বের প্রতীক তাদের তো দেশ প্রেম অন্য সবার চেয়ে টনটনে থাকার কথা ।
জনগন এর সামনে কোন অপশক্তিই দাড়াতে পারেনা।
মন্তব্য করতে লগইন করুন