দ্বীনের লেবাসে তোমরা যারা জাকির নায়েকের বিরোধিতা করছ

লিখেছেন লিখেছেন অবুঝ মানুষ ১০ জুলাই, ২০১৬, ০৫:৫৯:৪৯ বিকাল

একটু চিন্তা করো,

* তোমরা কি পেরেছ ইসলামের সৌন্দর্যকে অমুসলিমদের সামনে এত সুন্দর করে উপস্থাপন করতে ?

* তোমরা কি পেরেছ বিধর্মী পন্ডিতদের চ্যালেঞ্জের যোগ্য জবাব দিতে ?

* তোমরা কি পেরেছ দ্বীনের প্রচারের জন্য পিস টিভির মত বিশ্ব সমাদৃত একটি টিভি চ্যানেল উপহার দিতে ?

তোমরা কেন তার বিরোধীতা করছ:

সে কি ইসলামের মৌলিক আক্বীদা ও বিধিবিধানের সাথে মত বিরোধ করে ?

ওহে বন্ধু তোমার কানে কি পৌছেনি ফিলিস্তিন, ইরাকে, সিরিয়া, ইয়ামেন এ তোমাদের মা, বোন, ছোট ছোট ভাইদের নির্বাক করা আর্ত চিৎকার ?

শোন বন্ধু, আজ সকল ইসলাম বিদ্বেষী দ্বীনের সকল দিক ও বিভাগ নিয়ে এক কঠিন ষড়যন্ত্রে মেতে ওঠেছে, ইসলামের এই সংকটকালীন মূহুর্তে আজ একটি সীসা ঢালা প্রাচীরের ন্যয় ঐক্যের খুবই প্রয়োজন।

যে ঐক্য আমাদের দিয়ে ছিল তৎতকালীন পরাশক্তি রোম ও পারস্যের উপর বিশাল বিজয়।

তোমাদের করজোড়ে অনুরোধ করি, বিভক্তি নয় ঐক্যবদ্ধ হও। ছোট ছোট কারণে বড় কিছু হারিয়ো না।

মনে রেখ, আজ ওরা জাকির নায়েকে টার্গেট করেছে, কালকে তোমাকে করবে।

জেনে রেখ, ওরা ইসলামের দুশমন, শুধু মাত্র জাকির নায়েক বা গুটি কয়েক ইসলামী দলের নয়।

আল্লাহর সে বানীকে স্মরণ করিয়ে দিচ্ছি:

“তোমরা সবাই মিলে আল্লাহর রুজ্জু মজবুতভাবে আকঁড়ে ধরো এবং দলাদলি করো না৷ আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো৷ তোমরা ছিলে পরস্পরের শক্র ৷ তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন৷ ফলে তাঁর অনুগ্রহ ও মেহেরবানীতে তোমরা ভাই ভাই হয়ে গেছো৷ তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়ে ছিলে৷ আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন ৷ এভাবেই আল্লাহ তাঁর নির্দশনসমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলেন ৷ হয়তো এই নিদর্শনগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে”।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,সুরা আলে ইমরান-১০৩

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374310
১০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৩৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : খুবই ভালো বলেছেন। কিন্তু অবুঝ মানুষ হয়ে এতো বুঝের কথা কেমনে বলেন দেহি
১০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:০৮
310554
অবুঝ মানুষ লিখেছেন : ধন্যবাদ, একটু একটু বুঝার চেষ্টা করছি ।
374312
১০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:১৬
তট রেখা লিখেছেন : এখন এই ভুখন্ডে সহীহ আক্বীদা পন্থী মুসলমানদের পরীক্ষার একটা অধ্যায় শুরু হলো।
১৪ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:২৯
310787
অবুঝ মানুষ লিখেছেন : বাতিলের তীর সবসময় সত্যের দিকে।
374318
১০ জুলাই ২০১৬ রাত ০৮:০৪
শেখের পোলা লিখেছেন : বাতিলের জোর চিরকালই ছিল থাকবে। তারই মাঝে মুমিনকে টিকে থেকে ইসলামকে তুলে রতে হবে। মনে রাখবেন জাকির নায়েক কোরআনের মহিমা দিয়ে মানুষকে বশ করত। আল্লাহ তার কোরআনকে হেফাজত করবেনই। এক মওলানার ওয়াজ ইউ টিউবে শুনলাম, উনি বলেছেন, আল্লাহ বর্ততমান ওলামাদের উপর সন্তুষ্ট নয় তাই তিনি একজন ননমওলানা ডাক্তারকে অসম্ভব স্মৃতি শক্তি ও বাগ্মিতা দিয়ে তার কাজে দাঁড় করিয়েছেন। তিনিই সেই জনাব নায়েক। ভারত প্রচার বন্ধ করলেও তার জন্য আল্লাহ অন্য ব্যবস্থা করবেন। ধন্যবাদ।
১৪ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:২৯
310788
অবুঝ মানুষ লিখেছেন : ধন্যবাদ
374319
১০ জুলাই ২০১৬ রাত ০৮:১০
হতভাগা লিখেছেন : সাধারণ মানুষ জাকির নায়েককে পছন্দ করা শুরু করে দিয়েছে । মাশা আল্লাহ উনার রেফারেন্স নিয়ে কথা বলাতে অনেক মুসলমান নিজে ক্বুরআন বুঝে পড়ার চেষ্টা করছে ।

যেসব ভন্ডরা চাইতো ইসলামকে নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য ব্যবহার করতে , চাইতো সাধারণ মানুষ যাতে না বুঝেই ক্বুরআন পড়ে এবং এর অর্থ বা তাফসীর শুধু তাদের কাছ থেকেই শুনে - এরা এখন বগল দাবাচ্ছে ।

তবে এটা জাকির নায়েক তথা পিস টিভি তথা ইসলামের সঠিক ব্যাখ্যা অনুসন্ধানকারীদের জন্য সাপে বর হয়ে আসবে । ৯/১১ ওয়ালারা ইসলামকে আঘাত করার চেষ্টা করে উল্টো ইসলামকে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিনত করেছিল ।

এখন পিস টিভিও মানুষ আরও বেশী বেশী করে দেখবে ।

আল্লাহ তার দীনকে আরও সমুজ্জল করবেনই তাতে কাফের মুশরিকদের যতই গা জালা করুক না কেন
374321
১০ জুলাই ২০১৬ রাত ০৮:১৫
নাবিক লিখেছেন : এইভাবে সত্যকে দাবিয়ে রাখা যাবেনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File