আমরা কি বাংলাদেশের নাগরিক নাকি বাংলা প্রদেশের?
লিখেছেন লিখেছেন অবুঝ মানুষ ০৪ ডিসেম্বর, ২০১৩, ১০:১৬:১১ রাত
সেদিন চীন বলল, বাংলাদেশ এখনো স্বাধীনতা অর্নকরতে পারেনি। আজ দেখছি আমাদের প্রতিবেশি রাষ্ট্রের একজন সচিব এসে সরাসরি আওয়ামী লীগের দলীয় মূখপাত্রের ভূমিকায় অবতীর্ হয়ে বিভিন্ন দলের প্রধানদের সাথে গৃহপালিত নির্াচনে অংশগ্রহনের আবদার নিয়ে দ্বারে দ্বারে নিলজ্জের মত দুঃসাহসিকতার সাথে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের এই দেশ কি তাহলে নতুন কোন ভুটান, সিকিম কিংম্বা কাশ্মিরের মত ভারতের বাজারে পরিনত হচ্ছে? সত্যিই অবাক লাগে কেন আমরা এখনো কাপুরুষের মতো বসে এই তামাশা দেখছি? একজন নাগরিক হিসেবে সকলের কাছে এই ছোট প্রশ্ন।
বিষয়: বিবিধ
১৪৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন