শিবির বানিজ্য ভালই চলছে!!!
লিখেছেন লিখেছেন আব্দুল গফুর ২৭ মার্চ, ২০১৩, ০৮:০৮:২৬ রাত
থানা থেকে আশামীদের বহন কারী গাড়ীতে যাচ্ছিলাম উত্তরা থেকে ম্যাজিট্রেডের আদালতে। বনানী থেকে এক ভদ্রলোক কে আমাদের গাড়িতে উঠানো হল।বয়স আনুমানিক ৪৫-৫০ বছর হবে।আমরা বিভিন্ন ধরনের আলাপ করছিলাম।হঠাত ভদ্রলোক প্রশ্ন করল আমি নাকি শিবির করি।আসলে শিবির কি ভাই? আমি তার মুখের দিকে তকিয়ে থাকলাম অনেক্ষন।দেখে মনে হল লোকটিখুবই নিরীহ। সাইজে বেশ মোটাসোটা। সে ব্যাপক ঘেমে যাচ্ছে।বুঝলাম সে বেশ অসুথ্হিবোধ করছে।আমি তাকে জিগ্ঙাসা আঙ্কেল আপনার কেসটা কি?আর বলনা বাপু। আমি এক অসির নিকট ষাট লক্ষ টাকা পাওনা আছি। আমার সকল প্রমান পত্র আছে। তিনি আজ আমাকে টাকা দিবে বলে ডেকে নিয়ে এসেছিলেন। পরে উনি আমাকে বললেন কাল আসতে।আমি চলে যাচ্ছিলাম। থানা থেকে অল্পকিছু দূর যেতেই এক পুলিশ আমাকে ডেকে বললেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে।আপনি শিবির করেন।এই বলে আমাকে আটক করেন।এখন শুনছি সাত দিনের নাকি রিমান্ড চেয়ে কেস হয়েছে।লোকটি ভয়ে কাপছিল।সে বলছিল আমি টাকা চাইনা আমি মুক্তি চাই।পরে কোর্ট এর হাজত খানায় একসাথেই ছিলাম।পরে শুনলাম সে বড়অংকের টাকার বিনেময়ে রিমান্ডটি কাটিয়ে নিয়েছেন কিন্তু জামিন পাননি।এটি একটি বাস্তব ঘটনা।অন্য লেখায় আরো কিছু তুলে ধরব এ পযন্ত ভাল থাকুন।
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন