বাংলাদেশের এ কি হাল?
লিখেছেন লিখেছেন পদ্দ পাতার জল ০৭ মার্চ, ২০১৩, ১১:৩৩:২৯ রাত
গতকাল আমি এক
মুরুব্বিকে বললাম,আচ্ছা দাদা আপনিতো একজন
মুক্তিযোদ্ধা।তো আজ শাহবাগ
আন্দোলনের ১মাস পূর্তিতে আপনার
কিছু বলার আছে?
সে বলল,দ্যাখ নুর(পদ্দ পাতার জল) শাহবাগে যখন বলে রাজাকারের ফাঁসি চাই তখন
গর্বে বুক ভরে ওঠে।
কিন্তু এই
শাহবাগে রাজনিতী ঢুকে গেছে।
আমি বললাম কেমন রাজনীতি?
মুরুব্বি বলল দ্যাখ শাহবাগ আন্দোলন মূলত সরকার বিরোধী।
এখানে সরকারে বিচারকে মানা হচ্ছেনা।
তাদের স্লোগান এই রায়
মানি না।কাদের মোল্লার
ফাঁসি চাই।
এদিকে শিবিরকর্মী যখন বলছে সাইদীর মুক্তি চাই।
আমরা এ রায় মানিনা।এটাও
সরকার বিরোধী। কিন্তু কথা হলো সরকার
শিবিরকর্মীদের গুলি করছে।
তাদের মিছিল ভঙ্গ করছে।আর
এদিকে শাহবাগীদের কিচ্ছু
বলছেনা।বরং তাদের আন্দোলন
সমর্থন করছে। এথেকেও কি কিছু
বোঝা যায়না যে শাহবাগে রাজনীতির
প্রভাব পড়েছে? শোন নুর (পদ্দ পাতার জল)আমি আওয়ামীলীগের
কট্রক সমর্থক।তাই বলে সরকারের
এরকম দুমুখো নীতি আমি সহ্য
করতে পারিনা।আমরা যুদ্ধ
করেছি স্বাধীন গণতন্ত্র দেশের
জন্য।এরকম নিতীর জন্য নয়। শিবিরকর্মী বিক্ষোভ
করলে তাদের আটক
করে শাস্তি দিতে পারে।
তবে হত্যা করে কোন মায়ের কোল
খালি করতে পারেনা। আমার আরো অনেক কথা জমা আছে।
তবে তা বলে কি আর লাভ তুইই বল।
এখন আমার কথা একটা পাখিও মূল্য
দিবেনা।
তবে আমি শাহবাগের
সবাইকে সালাম জানাই।তাদের এরকম একটা চেতনার জন্য।কিন্তু
তাড়া যদি এই আন্দোলন এত দিন
না গড়িয়ে গরম থাকতে বন্ধ
করে দিত তাহলে অনেক ভালো হত। এই মুহুর্তে আমার কথাঃ দাদার
প্রত্যেকটা কথাই খুব মনোযোগ
দিয়ে শুনেছিলাম।খুব
ভালো লেগেছিল।তার অনেক কথাই
এখানে বাদ পরে গেছে।
তবে তোমরা যদি ঐ দাদার কথা শুনতে তাহলে আজ পর্যন্ত
দেরি না করে তখনই আমার মত
একটা স্টাটাস দিয়ে বসতে।
বিষয়: বিবিধ
১২৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন