৬ টি পদ্ধতি যার মাধ্যমে মৃত্যুর পরেও সওয়াব পাওয়া যাবে **

লিখেছেন লিখেছেন পদ্দ পাতার জল ০৪ মার্চ, ২০১৩, ০৭:৫৪:২৮ সকাল

৬ টি পদ্ধতি যার মাধ্যমে মৃত্যুর

পরেও সওয়াব পাওয়া যাবে **

১. মসজিদনির্মানে সাহায্য

করা।

মুসলমান নামাজ পড়বে, সওয়াব

পাবেন আপনি। ২. হাসপাতালে হুইল চেয়ার

দানকরুন। রোগীরা ব্যবহার

করবে,

সওয়াব পাবেন আপনি।

৩. কাউকে পবিত্র কোরআন শরীফ

দিন, মানুষ পড়বে, আপনি সওয়াব

পাবেন।

৪. পাবলিক স্হানে একটি ওয়াটার

কুলার দান করুন। মানুষ খাবে,

সওয়াব

পাবেন আপনি। ৫. গাছ লাগান। মানুষ ও পশু-

পাখি গাছের ফল খাবে ও

ছায়া ব্যবহার করবে, আর

আপনি সওয়াব পাবেন।

৬. কাউকে ভাল উপদেশ দিন

( পবিএকোরআন শরীফ, হাদীস, দোয়া হতে)এবং এমন সহজ

ভাবে দিন

যাতে এটি মানুষ সহজেই সবার

সাথে শেয়ার করতে পারে।

এতে আপনি সওয়াব পাবেন।

বিষয়: বিবিধ

১৪৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File