islamik power

লিখেছেন লিখেছেন পদ্দ পাতার জল ০৩ মার্চ, ২০১৩, ০৯:০৬:২৫ রাত



** বন্ধুরা, এই গল্পটি একটু

পড়ে দেখুন...

চোখে পানি চলে আসবে...কতো সুন্দ



বিচার

ব্যবস্থা রয়েছে আমাদের ইসলামে। আল্লাহু আকবর।

একটা হযরত উমর (রাঃ) তাঁর

জনগণকে একটি করে চাদর দান

করলেন।

তারপর একদা জুমার দিন

তিনি দু’টি চাদর পরে খুতবা প্রদানের জন্য

মসজিদে নববীর

মিম্বরে দাঁড়ালেন।তখন একজন

সাধারণ

মুসল্লী হযরত উমরকে লক্ষ্য

করে বলল, হে খলিফাতুল মুসলিমীন! যতক্ষণ

না আপনি আমার প্রশ্নের জবাব

দিবেন,

ততক্ষণ

আপনাকে খুতবা পড়তে দেয়া হবে ন

া। উমর (রাঃ) খুতবা বন্ধকরে তার

কথা শুনলেন।

আমি জিজ্ঞেস করি,

দুনিয়াতে এমন

কোন

রাষ্ট্রপ্রধান আছেন কি, যার সামনে একজন

সাধারণ মানুষ এমন অধিকারের

কথা বলতে পারবে যে,

আমাদেরকে অধিকার

কম দিয়ে আপনি বেশী নিলেন

কেন? এ বিরল দৃষ্টান্ত ইসলামের ইতিহাস

ছাড়া আর কোথাও পাবেন না।

উমর (রাঃ) জিজ্ঞেস

করলেন,

তোমার কী প্রশ্ন? সে বললো,

আপনি সবাইকে একটি করে চাদর দিয়েছেন,

আর আপনি মনে হয় দু’টি চাদর

রেখেছেন।

আপনি দু’টি চাদর নিলেন কোন

অধিকারে,

জবাব চাই। হযরত উমর (রাঃ) রাগ হলেন না।

আজকালের রাজা বাদশাহ,

সরকারী মন্ত্রী এমপি হলে তো কো



কথাই

নেই, সাথে সাথে এ্যাকশন শুরু হয়ে যাবে এমন

প্রশ্নকারীর বিরুদ্ধে। হযরত

উমর (রাঃ)

বললেন, তোমার এই প্রশ্নের

জবাব

আমি দিব না বরং আমার ছেলে আব্দুল্লাহ্

দিবে।

ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন,

আপনাদের

ভাগে যেমন একটি করে চাদর

পড়েছে, তেমনি আমার ভাগেও একটি চাদর

পড়েছে, আর

আমি আমার ভাগের চাদরটি আমার

বাবাকে দান করে দিয়েছি।

সুবহানাল্লাহ!

এমন আদর্শ শাসনকর্তা পৃথিবীর ইতিহাসে একমাত্র ইসলাম

ছাড়া অন্য কোন

থিউরী, অন্য কোন নিয়ম এমন

আদর্শবান

শাসনকর্তা গঠন করতে পারেনি,

পারছে না, পারবেও না।

---( সংগৃহীত পোস্ট )™ ☼☻

আশা করছি গল্পটি পড়ে সবাই

শেয়ার করবেন,

যাতে অন্যরাও পড়ার সুযোগ পায়।

ধন্যবাদ @পদ্দ পাতার জল@

বিষয়: সাহিত্য

৯৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File