মিডিয়ায় প্রকাশিত সংবাদ প্রসংঙ্গে

লিখেছেন লিখেছেন Eng Arif ০৩ মার্চ, ২০১৩, ০৮:৫০:৩১ রাত

অনেক দিন থেকে মিডিয়ায় খবর শুনে মনটা খারাপ লাগছে। কারন আমাদের কিছু মিডিয়াগুলো উল্টো খবর যেটা ১০০ ভাগ মিথ্যা করে প্রকাশ করছে। বিশেষ করে- ৭১ টিভি, সময়

,

,

,

,এই চ্যানেল গুলো যেভাবে মিথ্যা প্রকাশ করছে। দেশের মানুষ তা দেখে বিভ্রান্ত হচ্ছে। আমরা বাস্তবে দেখতে পাচ্ছি পুলিশ পাখির মত গুলি করে মানুষ মারছে অথচ এই মিডিয়াগুলো বলছে পুলিশের উপর না কি হামলা করা হচ্ছে। কিন্তু আপনি তাদের রিপোটের সাথে তাদেরি রিপোটের ছবি মিলালে উল্টো চিত্র দেখতে পাবেন। তাই দেশের জনগনকে বলতে চাই আপনারা খবর দেখেন এবং শুনেন সেই সকল চ্যানেল গুলোর যারা সত্য এবং বস্তুনিস্ঠ খবর প্রকাশ করে ।

বিষয়: রাজনীতি

১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File