রক্তস্রোত বন্ধ হবে
লিখেছেন লিখেছেন রাতদিন ০৭ মার্চ, ২০১৩, ০৬:৫৯:৫০ সন্ধ্যা
আমরা কি এই দেশ চেয়েছি মা?
দেশের দুখে কাঁদতেও পারি না!
দেশের বুকে রক্তনদী- হায়েনার উৎসব
অস্তমিত আলোর কুচি ভোরের কলরব।
বোনের চোখের লোনা জলে বুক ভেসে যায় আজ
ছেলেহারা মায়ের চোখে নামলো আঁধার সাজ
ডুকরে উঠি আর
চোখ মুছি বারবার।
চাইছি এমন দেশ-
রক্তস্রোত বন্ধ হবে, সোনার বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন