লাউয়ারছড়ার পথে একদিন।

লিখেছেন লিখেছেন জারা ২৬ মার্চ, ২০১৩, ০৮:২৮:৪৭ রাত

অনেক দিন আগের কথা, বেড়াতে গিয়েছিলাম মৌলভীবাজারের

লাউয়ারছড়া ফরেষ্টএ । সকাল দশটায় শাহপরান উপশহরের মধ্যে অবস্হিত আমার বাসা থেকে বের হলাম । সংগে আমার বেবী, হাজব্যান্ড এবং আমার দুজন ভাই আর আমার বড় ভাইয়ার গাড়ীর ড্রাইভার রুম্মান। চলার পথেই গাড়ী থামিয়ে একগাদা খাবারদাবার কিনে নিলাম। পথ চলতে চলতে নানা রকম ফোক গান শুনছি, আর মামাতো ভাই ত্যাইয়েব এর দুষ্টুমি উপভোগ করছি। ভালোই লাগছে , আমরা ওখানে যাওয়ার এক ফাকে ত্যাইয়েব বলল,আপু চলো মাধবকুন্ড ঝড়নাটা দেখে আসি, বললাম তাহলে বাসায় ফিরতে অনেক দেরী হয়ে যাবে। বললো একটা দিন না হয় দেরীই হোক। শেষ পর্যন্ত ওর কথাই ঠিক রাখলাম। রুম্মানকে বললাম মাধবকুন্ড চলো, ওখানে গেলাম। কিন্তু গিয়ে লাভ হলো না। জৈষ্ঠ্য মাসের প্রচন্ড তাপের কারনে ঝড়নায় পানির পরিমান খুবই কম। একসময় আবার রওয়ানা হলাম লাউয়ারছড়ার পথে , পাহাড়ী আকাবাকা পথ ধরে চলতে চলতে একটা সময় পরে (প্রায় বিকেলে) ওখানে পৌছালাম,

ভিতরে ঢোকার অনুমতি নিয়ে গাড়ি নিয়ে একেবারে ফরেষ্ট এর ভিতরে ঢুকলাম, গাড়ি থেকে নেমে আমরা আবার হাটার পথ ধরলাম। তখন মাত্র বিকেল শুরু হয়েছে কিন্তু ফরেষ্টের ভিতরে ঢুকে মনে হলো সন্ধ্যার আমেজ নেমেছে। ভালোই লাগছে, প্রায় গাছের গায়ে নেম প্লেট লাগানো আছে। আর সাথে কিছু সাইনবোর্ড লাগানো যাতে বিভিন্ন প্রজাতির পাখির নাম ও ছবি দেওয়া আছে।

মাঝে মাঝে হরেক রকমের পাখির ডাক ও বানরের আওয়াজে মুখরিত হচ্ছে বনের সুন্দর পরিবেশ।থেকে থেকে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

ওখানের খাসিয়া পল্লীতেও গেলাম। এমনি এক সময় আরাদ বললো আপু চলো মাধবপুর লেকে যাই । বললাম আরও একটু দেখে নেই। বনের মধ্যে আরও কিছুটা সময় ঘুরে

বনের অসম্ভব সৌন্দর্য্য উপভোগ করলাম। এবং মিনিট দশেক পরেই রওয়ানা হলাম মাধবপুর লেকের উদ্দেশ্যে । আগের পথ ধরেই যেতে হলো। পরে অন্য একটা ছোট পথ ধরলো রুম্মান, বললাম এই পথে ক্যানো, বললো এই পথ ধরেই আমাদের লেকে যেতে হবে। মাধবপুর লেকে পৌছালাম প্রায় সূর্য্য অস্ত যাওয়ার একটু সময় আগে। লেকের পাড় ধরে চলতে চলতে লেকের পাশের ছোট্র পাহাড়ে উঠে পড়লাম , পাহাড়ের উপর থেকেই বরঙ্চ লেকটির সৌন্দর্য্য শতগুনে ফুটে উঠলো। লেকের মাঝে অসংখ্য বেগুনি রংগের শাপলা ফুলে ভরে আছে। অসম্ভব এক ভালো লাগায় মনটা হালকা হয়ে গেলো।

সন্ধ্যার একটু পরেই আমরা বাসার উদ্দেশ্যে সিলেটের পথ ধরলাম। সেদিন আমাদের বাসায় ফিরতে রাত্রি প্রায় দশটা বাজলো।

বিষয়: বিবিধ

১৩৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File