গ্রামীন নারীর রসনা বিলাস ও আমাদের বর্তমান সরকার।

লিখেছেন লিখেছেন জারা ২৫ মার্চ, ২০১৩, ০৫:০৮:০১ বিকাল

পটুয়াখালীর মির্জাগনজ উপজেলার রামপুর নামক ইউনিয়ন এর এক গ্রাম্য মাততবর এর বৈী এর কথাই আজ লিখছি। প্রায় বছর বিশেক আগের কাহিনি। আমার মেজফুপুর ঐ

গ্রামে বিয়ে হয়েছিলো ৫০ বছর আগে। ফুপু খুব অলপ বয়সেই বিধবা হন। আর বিয়ে করেননি। চার সনতান নিয়ে ফুপু পুরো জীবনটা কাটিয়ে দেন। ঘটনাটি ফুপুর মুখেই শুনেছিলাম, একদিন ফুপুকে ও গ্রামের ওনেক লোকজনকে কি একটা কারনে ঐ মাততবর দাওয়াত করেছিলো তার নিজ বাড়ীতে। তো ঐ বউটি রাননা করতে লেগে গেলো। দেখে শুনে বড় ২টা মোরগ জবাই করলো । এবং মুরগি রাননা করা শুরু করলো। মাংস কসানোর এক পর্যায়ে লবন দেখার প্রয়োজন মনে করলো, সে লবন চাখতে গিয়ে এক টুকরা মাংস খেয়ে ফেললো। তো মনে করলো লবন ঠিকমতো হয়নি, তাই লবন দিলো, এবার ভাবলো দেখি আবার এক টুকরা মাংস খেয়ে লবন হয়েছে কিনা ঠিকমতো। আবারো সে মাংস তুলে খেলো। এরকম করতে করতে একপর্যায়ে সে পুরো মুরগির মাংস খেয়ে ফেললো। এবং যথারিতি মাততবরের ঠাংগানি ও খেলো।

বর্তমানে আমাদের দেশের সরকারের বাসতব ছবি এই গ্রামীন বউটির মতো। বউটিকে ঠাংগানোর জন্য তার জামাই ছিলো। কিনতু এখানে..............।

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File