প্রিয় ব্লগার ভাইবোনেরা সকলে ভালো আছেন তো ?
লিখেছেন লিখেছেন জারা ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫৯:৩৫ সকাল
আসসালামু আলাইকুম !!!!!!!! । মাস দুই পরে আমি আমার প্রিয় ব্লগ বিডি টুমরোতে ফিরে আসলাম। ভালো লাগছে খুব। সব্বাই ভালো আছেন তো?? জানিনা এই দু,মাসে কত কি ব্লগে হয়েছে। অনেক কিছু মিস করেছি। তবুও প্রচন্ড ভালো লাগায় ভরে আছে মনটুকু।
ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন
দোয়া রইলো বিডি টুমরোর সকল ব্লগার ভাইবোনদের প্রতি।
বিষয়: বিবিধ
১৬৩২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফিরে আসার জন্য ধন্যবাদ।
রোজাপু আর নাকিব বাবু অসুস্থ ।
আর আপনি ২ দিন পর পর ব্লগ ছেড়ে পালান।
রাহ'বার ভাইয়া,গ্রামের বাড়ীতে চলে গেছিলাম। পরে আমার বেবীটার অসুস্থ্যতার জন্যই ব্লগ ছেড়ে পালাতে হলো।
ভালো আছি আলহামদুলিল্লাহ! কেমন আছেন আপনি? এতদিন পর... নিয়মিত লিখা পড়তে চাই যে...
এতদিন বরিশাল টু গ্রামে আমার বেবীর দাদুভাইয়ের বাড়ীতে বেড়াতে গেছিলাম। ওখান থেকে ফিরতেই ও অসুস্থ্য হয়ে পরেছিলো। এই আর কি। লিখবো ভাইয়া। আপনার লিখাগুলো আগের থেকেও আরো ভালো লাগছে পড়তে। ভাবছি কবে আপনাদের মতো করে লিখবো।:
মন্তব্য করতে লগইন করুন