এলোমেলো কবিতা।

লিখেছেন লিখেছেন জারা ১১ অক্টোবর, ২০১৩, ১০:০৮:১৬ সকাল



স্বপ্নের দেশে চলো যাই দূর নীলিমায়,

সারাটা দিনক্ষন ক্লান্তিহীন কেটে যায়।

রাত্রি জাগানিয়া পাখি হয়ে,

চলো হারাই ওই সুদূর মোহনায়।

কত দিবস কত রজনী পার হয়ে যায়,

কোন এক অনাহুত যাযাবরের প্রতীক্ষায়।

বহু দেশ বিভূঁই পাড়ি দিয়ে আমি পান্থ হারাই,

গাঁ ছম ছম অরন্যের কোমল স্নিগ্ধ সবুজ আঙ্গিনায়।

বারে বারে পিছু টানে ফিরে ফিরে যাই সেই,

সুদূর মনোমুগ্ধকর স্বর্নালী অতীতের মহিমায়।

এসো ফিরে আমারি কাছে শৈশব তুমি,

আজন্ম আক্ষাঙ্খিত তোমা আমি সবারই ছায়ায়।

বিষয়: বিবিধ

২৩২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File