বেলা বয়ে যায়.......
লিখেছেন লিখেছেন জারা ০৭ অক্টোবর, ২০১৩, ০৩:২৮:০৯ দুপুর
দূর হতে তোমাকে দেখেই চোখ ফিরিয়ে নেই,
কিংবা পথ থেকে একটু দূরে সরে দাড়াই
মানসলোকে দেখে নেই তোমায়,
তোমার চোখের আড়ালে।
আমার এ চোখ খুঁজে ফেরে তোমায়,
তোমার উপস্থিতি আমার স্বাভাবিকতা নষ্ট করে দেয়,
চারপাশে এক লজ্জাজনক পরিবেশ তৈরী হয়।
একধরনের ভাললাগা আচ্ছন্ন করে রাখে আমায়।
এভাবেই কেটে যায় বেলা,
কিছুই হয় না বলা,
জীবন পথে চলতে থাকে
এক অদ্ভুত পথ চলা।
বিষয়: বিবিধ
২০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন