স্বার্থক জনম
লিখেছেন লিখেছেন জেসমিন সুলতানা জুই ০৩ মার্চ, ২০১৩, ০৪:১৩:৫৩ বিকাল
প্রিয় ব্লগার বন্ধুরা
প্রাণঢালা শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি সবাইকে।
হাজারো ব্লগারের লেখনির স্পর্শে, লেখার ছন্দে, গল্পে, ভিন্নধর্মী জীবনভিত্তিক আলোচনা, সুন্দর শালীন সুরুচিপূর্ণ সমালোচনা, তথ্য ভিত্তিক লেখা প্রভৃতি বিভিন্ন কিছুর সম্মিলনে সমৃদ্ধ হবে আমাদের প্রিয় বাংলাভাষা, সেই প্রত্যাশায়ই শুরু হয়েছে টুডে ব্লগের অগ্রযাত্রা। হাজারো কলম শিল্পী তৈরীর স্বপ্ন নিয়েই এর পথ চলা।
যেহেতু “স্বার্থক জনম” নিয়ে লেখা তাই প্রথমে বলতে হবে যে, এই পরিস্থিতিতে জনম আবার স্বার্থক হয় কি করে। কিন্তু না স্বার্থক হতেই হবে। কেননা যখন আমি খুব ছোট ছিলাম তখন মনে হত যে, আমি যদি আরও অনেক ধন সম্পত্তির মালিক এমন এক পরিবারে জন্ম গ্রহণ করতে পারতাম তাহলে আমি অনেক সুখে থাকতাম। কিন্তু না ! তাহা মুটেও ঠিক নয় বরং একজন ভালো মানুষের ঘরে জন্ম গ্রহণ করাটাই স্বার্থক। পরে হলেও বুঝতে পারলাম যে একজন সুন্দর মনের মানুষ এবং একজন সৎ, নিষ্ঠাবান, পরোপকারী মানুষের ঘরে জন্ম গ্রহণ করতে পেরেছি ।
শুধু তাই নয় কথাই আছে যে, সৎ সঙ্গে সর্গ বাস অসৎ সঙ্গে সর্বনাশ।
তাই বলতে চাই আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকতে।
তা না হলে কখনও সুখী হওয়া যায় না। এই প্রথিবীতে আমরা কতদিনই বরং বেচে থাকব।
প্রত্যেক কে স্রষ্টা কিছু দায়িত্ব দিয়েছে।
তাই যাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব যদি আমরা সঠিক ভাবে পালন করতে পারি তাহলে আমরা পরবর্তীতে ভাল থাকতে পারবো।
সবাই থাকবেন এবং সবাই মনে রাখবেন যে এই জনম টা “স্বার্থক জনম”
ইতি
জেসমিন সুলতান জুই
সকলের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।
বিষয়: সাহিত্য
১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন