হামি বোলোগার হমো
লিখেছেন লিখেছেন চ্যাংরামানুষ ১৩ মার্চ, ২০১৩, ১২:১১:৩৮ দুপুর
হামার বাপ বাচ্যা নাই পোরাই ছয় সাত বছর হলো। চাচাকেরে বাইত থাকি। জোমিজোমা ত্যামন নাই। তাও যা আবাদ করি এ্যাক্কিরি খারাপ লয়। উ-বছর বাগুন বেচ্যা একটো মোবাইল কেনছোনো। গত বছর কল্ল্যার দাম ভালুই হছিল তাই কল্ল্যা বেচা একটো ল্যাপটপ কেনছোনো। মনে কন্নো যিদিন কামকাজ ভাল্লাগেনা সেইদিন বোলোগোত ল্যাকমো। মাজে-মদ্দে কামোত যাওয়ার সোমে ল্যাপটপ টুগরিত কর্যা লিয়্যা যাই । কামের ফাকোত ভেয়ের আলোত বস্যা বোলোগোত পড়ি। হামার চাচাও ল্যাপটপ চোলান শিগিচ্চে। চাচা অক্কর চেনে, প্যাপার পরব্যার পারে। চাচাক একদিন কনো মুরকু কিরষোক হয়্যা লাব হবিলয়, সবি শেগা লাগবি। মোডান কিরষোক হোওয়া লাগবি। বোলোগোত ক্যাংক করে ল্যাকা লাগবি চাচাক হামি তাও শিগ্যামো। হামিও বোলোগার হোওয়ার চ্যাস্টা করিচ্চি। হামার মোনে হয় বোলোগার ভালোমানুষ। ভাল ভাল কোতা ল্যাকে। ম্যালা কিছু শেগা যায়। সোগগুলিরি ল্যাকা পোড়ার চ্যাস্টা করি। ইশকুলোত থাক্যা পাশ করে কলেজোত ভত্তি হমো ম্যালা ল্যাকাপোড়া করমো, চাগরি করমো আর বোলোগোত ল্যাকমো। সোগগুলি হামার জন্য দোয়া কোরব্যান। হামি মাজে-মদ্দে কোবত্যা ল্যাকমো।
বিষয়: বিবিধ
৩৪৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন