হামাকেরে গাছের টেংঙ্গা বড়ি
লিখেছেন লিখেছেন চ্যাংরামানুষ ০৯ মার্চ, ২০১৩, ১০:৩৭:৩৪ সকাল
চায়্যা দেকি গাছের ডালোত কয়ডো পাকা বড়ি,
খাবার চায়্যা বড়িগুলোন চ্যাংঙ্গো মারি খড়ি।
ফসক্যা যায়্যা লাগল যে হায় ভেংরুলের এক চাকোত,
ভয় পায়্যা তাই দৌগড়্যা হামি চল্যা গ্যানো ফাকোত।
ফাকোত যায়্যা থাম্যা হামি চানো এন্যা পাছমোকে,
ভেংরুল দেকি ধোরছে যায়্যা ওম্মুরা বাড়ীর সামছুকে।
কান্দ্যা-কাট্যা সামছু বিষে যাচ্চে গোড়াগোড়ি,
পল্যা গ্যানো বাড়িত থাক্যা হন্ন্যা খাওয়া বড়ি।
তামানদিন থাকনো পল্যা উকটোলোনা কেউ,
পাছাবেলে খিদ্যার চোটে কান্দোনো ভেউ ভেউ।
সান্দেসোমে দৌগড়্যা যায়্যা লুকাই চাচার গোলোত,
মনে কন্নো উকট্যা আস্যা মা লিবিনি কোলোত।
সান্দের পরে চাচি গোলত গরু তুলব্যার যায়্যা,
গোলের গোড়াত লুক্যা থাকা হামাক গ্যালো পায়্যা।
চাচি কয় মা-ফাটাবি পাছা ভাত দিবিলয় পাতোত,
ব্যান থাক্যা যে উকটোচ্চে তোক ছাইকাটিডো হাতোত।
ডুগরা উট্যা কান্দ্যা কনো কন চাচি কি করি?
বাঁচ্যা থাকতে আর কোনদিন খামনা হামি বড়ি।
লেজের গাছোত বড়ি থুয়্যা তাও যাবিলয় পারা!
এত্তুকোনা মানুষ হামি দুঃক্কে জীবন সারা---।
বিষয়: বিবিধ
১৭৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন