‘‘ভারত-আওয়ামীলীগ এর ইসলাম ও মুসলিম বিদ্বেষের কারন’’ -এম.আবদুল্লাহ....(২৬তম পর্ব)
লিখেছেন লিখেছেন দূর্বল ঈমানদার ০৬ ডিসেম্বর, ২০১৫, ১১:০৬:৪৯ সকাল
আগের পর্ব: আগের পর্ব:২৬ তম পর্ব
৩। শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালেই দেশী-বিদেশী মিডিয়াকে বলেন, ৭১ সালের যুদ্ধে ৩০ লক্ষ বাঙালী শহীদ হয়েছে এবং দুই লক্ষ মা-বোন ধর্ষিত হয়েছে। আমার ধারণা, পাকিস্তান প্রতিষ্ঠায় সমগ্র ভারতে যে ২০ লক্ষ মুসলমান শহীদ হয়েছিল তাকে ধামাচাপা দেয়ার জন্যই মুজিব আরও ১০ লক্ষবাড়িয়ে প্রচার করেছেন। তাঁর এই মিথ্যাচার সম্পর্কে দেশী-বিদেশী যেসব বক্তব্য রয়েছে তার কয়েকটি নিম্নরূপ-
(ক) পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মরহুম হামিদুল হক লিখেছেন, ’৭১-এর সংঘাতে ১০ থেকে ১৫ হাজার মানুষ নিহত হয়েছে। (হামিদুল হক চৌধুরী, মেমোয়েরস, এসোসিয়েটেড প্রিন্টার্স লি. ঢাকা ১৯৮৯)
(খ) দৈনিক মর্নিং সান (ঢাকা)-এর সম্পাদক আনোয়ারুল ইসলাম ববি তার পত্রিকায় এক সুদীর্ঘ নিবন্ধে মুজিবের কথিত হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে গুরুতর প্রশ্নের অবতারণা করেন। তিনি অংক কষে দেখিয়েছেন যে, পাকিস্তানের ফেডারেল সেনাবাহিনীর হাতে ৩০ লক্ষ মানুষ নিহত হওয়ার অর্থ হচ্ছে ৯ মাস বা ২৬৭ দিনের যুদ্ধের প্রতিদিন ১১,২৩৬ জন মানুষকে হত্যা করা। এতো বিপুল সংখ্যক লোককে হত্যা করা, গুম করা, লাশের সৎকার করা কি সম্ভব?
(গ) যুক্তরাষ্ট্রের জরীপ সংস্থা হার্ভার্ড গ্রুপ এর রিচার্ড সিশন ও লিউ রোপ প্রণীত ‘ওয়ার অ্যান্ড সিশেসান : বাংলাদেশ ডকুমেন্ট-এ ১৯৭১ সালের যুদ্ধকালে বাংলাদেশে নিহতের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি বলা হয়েছে।
(ঘ) ’৭১ সালের ভারতীয় সেনাপ্রধান জেনারেল মানেকশ বিবিসির সাথে সাক্ষাৎকারে নিহতের সংখ্যা সর্বোচ্চ ১০ লাখ হতে পারে বলে অনুমান নির্ভর বক্তব্য দিয়েছেন।
(এ কে এম রুহুল আমিন, বিতর্কিত মুজিব, চিন্তন প্রমিতো প্রকাশনী, ঢাকা-১৯৯৩)
(ঙ) ২০০৫ সালে ভারতীয় নাগরিক শর্মিলা বসু একাত্তরের হত্যাকাণ্ড বিষয়ে ব্যাপক গবেষণা করে প্রাপ্ত তথ্যাদিসমূহ ভারতীয় পত্রিকায় প্রকাশ করেছেন। তিনি লিখেছেন ১৯৭১ সালের যুদ্ধে নিহতের সংখ্যার ব্যাপারে বাংলাদেশের এতদিনকার প্রচারণা সর্বৈব মিথ্যাচার ও দূরভিসন্ধিমূলক প্রচারণা। তিনি আরও বলেছেন একাত্তরের হত্যাকাণ্ডে যেসব বাড়াবাড়ি হয়েছিল তা একপক্ষে নয় বরং উভয় পক্ষে হয়েছিল।
অসমাপ্ত, চলবে , সাথেই থাকুন
[বই: ‘‘ভারত-আওয়ামীলীগ এর ইসলাম ও মুসলিম বিদ্বেষের কারন’’ -এম.আবদুল্লাহ-----পৃষ্টা: ৫৪]
পরের পর্ব: ২৭তম পর্ব: Click this link
# ইতিহাস জানুন, অন্যথায় অন্ধকারেই থেকে যাবেন
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হায়রে দাদা
মন্তব্য করতে লগইন করুন