‘‘ভারত-আওয়ামীলীগ এর ইসলাম ও মুসলিম বিদ্বেষের কারন’’ - এম.আব্দুল্লাহ...১ম পর্ব
লিখেছেন লিখেছেন দূর্বল ঈমানদার ২০ আগস্ট, ২০১৫, ০৫:৩৭:৫৮ বিকাল
লেখকের কথা:
বাঘে ছুঁলে আঠার ঘা, পুলিশে ছুঁলে সহস্র ঘা; আর সাম্রাজ্যবাদী ব্রিটিশ ছুঁলে জন্ম-জন্মান্তরের ঘা । পৃথিবীর যেসব দেশ একদা বৃটেন শাসন করেছিল সেসব দেশ অদ্যাবদি সামাজিক, রাজনৈকিত, ধর্মীয় ও গোত্রীয় বিষে জর্জরিত হয়ে সংঘাত ও সংঘর্ষ সৃষ্টি করছে । ব্রিটিশ শাসকগোষ্ঠী তাদের Davide and Role Policy বাস্তবায়ন করতে গিয়ে তাদের কলোনীগুলোতে মিথ্যা ইতিহাস, ভেজাল ইতিহাস রচনা ও পাঠ্য করেছে, তাদের ধর্মগ্রন্থকে বিকৃত করেছে, গোত্রে গোত্রে, ধর্মে ধর্মে বিভেদের কাল্পনিক ইতিহাস রচনা করে, ধর্মীয় ফেরকা সৃষ্টি করে উক্ত কলোনীর জনমানসকে বহুধা বিভক্ত করে সংঘর্ষাবস্থা সৃষ্টি করেছে । ১৯৪৭ সালে ভারতবর্ষকে ২ ভাগ করে চলে যাওয়ার সময় ব্রিটিশ শাসকগোষ্ঠী তাদের উত্তরসূরী হিসেবে রেখে যায় নেহেরু নেতৃত্বাধীন ব্রাক্ষ্মণ্যবাদী ভারতীয় শাসকগোষ্ঠীকে । ফলে ৪৭ পরবর্তী সময় থেকে অদ্যাবধি ভারতীয় শাসকগোষ্ঠী সমগ্র উপমহাদেশের জনগণকে একইভাবে ‘বিভক্ত কর’ পদ্ধতির আওতায় এনে সকল কিছু গ্রাস করার চেষ্টা করছে এবং অব্যাহতভাবে বিভিন্ন জাতির ইতিহাস বিকৃত করে জাতিসত্তার মৌলিক বিষয়সমূহের উপর আঘাত হানছে ।
ভারত আওয়ামীলীগের ইসলাম ও মুসলিম বিদ্বেষের কারণ অনুসন্ধান করতে গেলেও দেখা যাবে, কিভাবে ভারত পাকিস্তানের ও বাংলাদেশের জনগণকে বহুধা বিভক্ত করে সংঘাত সংঘর্ষে লিপ্ত করছে, যাতে উভয় দেশ অস্তিত্বহীনতায় নিমজ্জিত হয় এবং দুর্বল হয়ে আগ্রাসী ভারতের খাদ্যে পরিণত হয় । এই বইতে এমন চাপা পড়া তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে, যেগুলো সঠিকভাবে প্রচারিত হলে ভারতের নোংরা খেলার মুখোশ উন্মোচিত হবে এবং বাংলাদেশ সংঘাত-সংঘর্ষ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সঠিক ইতিহাসের আলোকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে ।
[এম.আবদুল্লাহ রচিত ‘‘ভারত-আওয়ামীলীগের ইসলাম ও মুসলিম বিদ্বেষের কারন’’ বইটির লেখকের পক্ষ থেকে ভূমিকা হচ্ছে উপরের লেখাটি । আমি চেষ্টা করব পুরো বইটি ধারাবাহিক ভাবে ব্লগে প্রকাশ করতে । এতে আমরা অনেক অজানা তথ্য জানতে পারব যা আমাদের জানা উচিত । সকলকে সাথে থাকার জন্য অনুরোধ করছি ।]
পরের পর্ব: ২য় পর্ব
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4273/sarwark/68532
দোয়া করবেন ।
পরের পর্ব পড়ার জন্য অনুরোধ থাকবে:
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4273/sarwark/68532
পরের পর্ব পড়ার জন্য
অনুরোধ থাকবে:
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4273/sarwark/68532
মন্তব্য করতে লগইন করুন