ইসলামী ব্যাংক এবং ইসলামী শরীয়াহ বোর্ড

লিখেছেন লিখেছেন দূর্বল ঈমানদার ১৯ মার্চ, ২০১৪, ০৫:১৪:০৬ বিকাল

সেদিন গেলাম বন্ধু কিবরিয়ার অফিসে ।

দেখি বন্ধু মুখ গোমড়া করে বসে আছে । চেহারায় রাগি রাগি ভাব ।

কিরে দোস্ত, এমন মোড় নিয়েছিস কেন ? কোন সমস্যা ?

কোন জবাব নেই !!

মন খারাপ ?

হ্যাঁ !

কেন ?

বলতে পারবো না ।

ওমা মন খারাপ করে বসে থাকবি আর বলতে পারবি না, এটা কেমন কথা ? আমার উপর মন খারাপ নাকি ?

না ।

তাহলে কার উপর মন খারাপ ?

ইসলামী ব্যাংকের উপর ।

কস কি ? তোর মন খারাপ ইসলামী ব্যাংকের ‍উপর ? অষ্টম আশ্চর্য মনে হচ্ছে !

কেন তোর অষ্টম আশ্চর্য মনে হচ্ছে কেন, তুই তো ইসলামী ব্যাংকের নাম শুনলেই এরকমই বলবি ।

আবে শালা, রাগ করলি তুই আর দোষ চাপলো আমার উপর ! আচ্ছা, ঘঠনা কি বল, তুই তো ইসলামী ব্যাংকের ইনভেষ্টম্যান্ট পার্টি ।

সমস্যা তো সেখানেই ।

খুলে বল ।

কোন কাজ করতে গেলেই বলে শরীয়াহ বোর্ড ।

যেমন ।

সেদিন আমাকে ইনভেষ্টম্যান অফিসার ডেকে বললেন- কাছাকাছি আপনার কয়েকটি ডিল আছে, আগে থেকে এডজাষ্ট না করলে তখন আসি বিপদে পড়বেন ।

তারপর ?

গতমাসে খুলনা থেকে আমি মাল এনেছিলাম অর্ধেক বাকিতে । ঐ পার্টির একাউন্ট অন্য ব্যাংকে । আমি পার্টিকে বললাম যে ইসলাম ব্যাংকের হলে আমার জন্য ভাল হয় ।

তো পার্টি আমাকে একটি ইসলামী ব্যাংকের একাউন্ট জানাল, বাট একাউন্টটি অন্য নামে । মানে যে নামে আমি মাল এনেছি সে নামে একাউন্টটি নেই ।

আচ্ছা । তারপর ? আমি বললাম ।

কিবরিয়া বলল- ইসলামী ব্যাংকে গিয়ে বিষয়টি আমি উনাদের জানালাম । বললাম যে পার্টিকে আমি ৫০ হাজার টাকা দিব । সেজন্য আমার লোন একাউন্টে ৫৫ হাজার টাকা জমা দিব ।

এতে আমার সুবিধা যেটা হবে তা হচ্ছে আমার আগের লোনে টাকা এডজাষ্ট হয়ে আজকে আরেকটি ৫০ হাজার টাকার নতুন ডিল হবে । এতে আমার আগে নেয়া লোন ওভার ডিউ হওয়া থেকে রক্ষা পাবে এবং আমি ভাল পার্টি হিসেবে গন্য হব ।

তার পর ?

ইসলামী ব্যাংকের অফিসাররা বেকে বসলো আমার প্রস্তাবে ।

কেন ? তুই তো যা নিতে চেয়েছিস তার চেয়ে আরো ৫ হাজার টাকা বেশী জমা দিতে চেয়েছিস । তবু ওরা বেকে বসার কারন কি ?

কিবরিয়া বলল- কারন হচ্ছে শরীয়াহ্ ।

শরীয়াহ বোর্ড নাকি বলবে, এক নামে মাল এনেছে অন্য নামে টাকা ঢুকাইছে কেন ?

তুই বুঝিয়ে বলিস নি ?

বলিনি মানে, ওদেরকে সব ডকুমেন্টস দেখিয়েছি ।

ওরা বিশ্বাস করেনি ?

ওরা বিশ্বাস করেছে কিন্তু শরীয়াহ বোর্ডকে নাকি বুঝানো যাবে না ।

ঠিকই তো আছে, এখানে ওদের দোষ কোথায় ?

তোর মুখে বলছিস এখানে ওদের দোষ কোথায় ?

হ্যাঁ বলছি, এখানে ইসলামী ব্যাংকের কোন দোষ নেই ।

আচ্ছা বুঝলাম ইসলামী ব্যাংকের কোন দোষ নেই। তাহলে আমার কয়েকটি প্রশ্নের জবাব দেয় ।

শালা, ইসলামী ব্যাংকের সেবক হচ্ছিস তুই, আর তোর ব্যাংকের হয়ে জবাব দিতাম আমি ?

তবুও আমার মনটাকে একটু শান্ত কর ।

আচ্ছা বল ।

কিবরিয়া আবার বলল- আমি যে মাল কিনেছি তা সত্য ।

মানলাম, তারপর ?

আমি যে যার কাছ থেকে মাল কিনেছি তাকেই টাকা দিচ্ছি তাও সত্য, যদিও টাকাটা সে ইসলামী ব্যাংকে অন্য নামের একাউন্টে জমা নিচ্ছে ।

আচ্ছা, তারপর ?

এই সত্য জিনিস গুলো যে বোর্ড মানতে পারবে না তাহলে এটা শরীয়াহ বোর্ড হবে কেন ?

তো কি করতে বলছিস ?

এখানে ইসলামী ব্যাংক দায়িত্বরত অফিসার আমার পার্টির সাথে সরাসরি মোবাইলে কথা বলে আমার সত্যতা যাচাই করে নোট করে রাখতে পারতেন ।

পরে অডিট যখন আসবে তখন ঐ নোটটা দেখলেই যথেষ্ট ছিল না ?

ছিল ।

এখানেই আমার বিরক্তির কারন ।

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194802
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
ইবনে আহমাদ লিখেছেন : এক কাজ করুন - বিষয়টা মৌলবাদি আবুল বারাকাত কে জানিয়ে রাখুন।সমাধান হতে পারে।
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
145262
দূর্বল ঈমানদার লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ ।Good Luck
194822
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
বেআক্কেল লিখেছেন : আমনে আবুল করাকাতের সাহায্য নিতে পারেন, তার মাথায় আছে রাজ্যের শরীয়তি জ্ঞান অথবা শরীয়ত বিশেষজ্ঞ জয় বাবা ভোলারামের কাছে যান, সমাধান হইবে

১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
145263
দূর্বল ঈমানদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।
194908
১৯ মার্চ ২০১৪ রাত ০৮:৪৭
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ইইসলামী ব্যংখু কী?
২১ আগস্ট ২০১৫ রাত ০৯:৪১
279037
দূর্বল ঈমানদার লিখেছেন : ভালই লিখেছেন ।Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File