বিতর্কিত

লিখেছেন লিখেছেন আঙুল কাটা জগলু ০৫ মার্চ, ২০১৩, ০৫:৪২:৪৪ বিকাল

জাফর ইকবাল স্যারের একান্ত ভক্ত ছিলাম।আজ তার উপর আমার ভক্তি প্রশ্নবিদ্ধ। তিনি বেশ ভালো করেই জানেন কে দ্যেউল্লা রাজাকার আর কে দেলোয়ার হোসেন সাঈদী।তিনি এ ও জানেন যে দ্যেউল্লা রাজাকারকে মুক্তিযোদ্ধারা হত্যা করেছেন।তাঁর উচিত ছিল ট্রাইবুনালে এসে ব্যাপারটা আরো স্বচ্ছ করা।কিন্তু তিনি তা করেন নি। হয়তো বাঙলার মানুষ একদিন জানবে দ্যেউল্লা রাজাকার আর দেলোয়ার হোসেন সাঈদী এক না।আফসোস! সে দিন কিছুই করার থাকবে না। আজ আমি নিতান্ত ছাগুদের মত কথা বলছি।ছাগুর মত কথা বললে ও ছাগু আমার পছন্দ না।বিশ্বাস করি না ধর্মনামে প্রচিলত সমাজের কু-সংস্কারকে,আস্তিকতা আর নাস্তিকতার প্রভেদকে।কিন্তু রাজাকারের বিচারের নামে অনাচার তো আমাদের দাবী ছিল না। শাহবাগের গণজাগরণের প্রতি আশা-প্রত্যাশার কমতি নাই।লাখো তরুণ সেখানে সোনার ফসল চাষ করতে এসেছে।তাঁদের এ সোনার ফসলে ভরছে আওয়ামী-গোলা।আওয়ামী ঘরে আজ 'নবান্ন'।আমাদের তরুণ প্রজন্ম তার ভাগ পেয়ে খুশি। আবারো হেমন্ত আসছে..…… আমাদের ফসলে আওয়ামী-গোলা ভরার মানে হয় না।

বিষয়: বিবিধ

৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File