আমার প্রথম প্রেমের কবিতা।
লিখেছেন লিখেছেন এম এইচ সুমন পাটোয়ারী ২১ মার্চ, ২০১৩, ০৮:১২:২৩ রাত
যখন........
তোমার সাথে হয় প্রথম দেখা
চোখে চোখে পড়ে ঠোঁটে ঠোঁটে হাসা।
এরপর........
ভাবতে থাকি শুধু তোমারি কথা
স্বয়নে স্বপনে ভেসে ওঠে তোমার মায়াবী মুখ খানা।
:D/
অবশেষে........
লিখতে বসলাম আমি একটি কবিতা
এটিই ছিল আমার জীবনের প্রথম প্রেমের পাতা।
এবং...............
জানিয়ে দিলাম তোমায় আমার মনের চাওয়া
তোমায় পেলে এটিই হবে আমার জীবনের চরম পাওয়া।
পরিশেষে...........
জানতে চাই তোমার মনের আশা
আমায় তুমি ধন্য করবে দিয়ে তোমার ভালবাসা।
উৎসর্গ
আমার প্রথম প্রেম
মোসাম্মদ সাহনাজ আক্তার শিউলির জন্য।
বিষয়: বিবিধ
৩২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন