অমর ২১ শে -এম.এইচ. সুমন পাটোয়ারী

লিখেছেন লিখেছেন এম এইচ সুমন পাটোয়ারী ১৯ মার্চ, ২০১৩, ০৮:৫০:৫৫ রাত



আমি কে? বাংলা আমার কি হয়? এই দেশটার সাথে আমার সম্পর্ক কি?

এই সব প্রশ্নের উত্তর কি আদৌ আমি দিতে বা বলতে পারবো? না কেউ আমায় বলতে বা শিখতে সাহায্য করবে?

আমার এমন বোকামীভাবের প্রশ্নের উত্তরে নিশ্চয় সবাই বলবে- আমি বাঙ্গালী। বাংলা আমার জন্মভূমি। এই দেশটা আমার মায়ের মত।

তোমাদের কাছে আজ আমি খুবই নির্বোধ বলে মনে হচ্ছে। এই সাধারণ কথার উত্তর আমি জানি না। তাহলে এ দেশে থাকার অধিকার কি আমার আছে? প্রতি উত্তরে সবাই বলবে- না। ঠিক তাই। তারপরেও মাঝে মাঝে ভাবি, স্বাধীন দেশে জন্ম নিয়েও আজ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। কেন বলতে পারো কেউ? যে দেশের জন্য জীবন দিয়েছিল শহস্রাধিক মানুষের জীবন। তারা কি এই রকম বাংলার জন্য মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল? হাস্যকর হলেও আজ বলতে খুব ইচ্ছে হচ্ছে- দেশের জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধি হয়েছে সেই জন্যই তারা জীবন দিয়ে দেশের জনসংখ্যা কমিয়ে দিয়েছিল। যদি তা না হয় তাহলে এই স্বাধীন দেশে সবাই কেন আজ পরাধীন? গুটি কয়েক জন ছাড়া আর সবাই দুঃসহ জীবন যাপন করছে। তাদের একটাই অপরাধ তারা এ দেশের জনগণ নয়। যদি এ দেশের জনগণ হত তাহলে আজ তাদের এ করুন অবস্থা কোনদিনও হত না।

আজ সেই সব মহান মুক্তিযোদ্ধাদের অনেকেই আমাদের মাঝে আর নেই। কিন্তু আমাদের মনে, প্রাণে, সমগ্র বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের অনেক স্মৃতি। যা জাতি কখনো ভূলেনি। আর ভূলবেও না।

অমর ২১ শে ফেব্রুয়ারী


পরাধীন দেশের স্বাধীন পতাকা

উড়িয়েছিল যারা,

হয়তবা আজ নেই সেই সব

মহান মুক্তিযোদ্ধারা।

দেশের তরে স্বীয় জীবন উৎসর্গ করেছিল যারা

জানত তারা সুনিশ্চিত হয়ত বাঁচা কিংবা মারা।

ছাত্র জনতার উপর করেছিল ১৪৪ ধারা জারী

ভয়ে তারা থাকেনিতো পড়ে হাত গুটিয়ে বাড়ী।

শত ভয়ভীতি উপক্ষো করে নেমেছিল রাজপথে

কামার,কুমোর, তাঁতি, জেলে, শ্রমিক, কৃষক শ্লোগান ধরে একসাথে।

বাংলা মোদের মাতৃভাষা আর রাষ্ট্র বাংলা চাই

দেবো নাকো উর্দূকে এই বাংলার মাটিতে ঠাঁই।

রাজপথ ভেসে গেল শহীদদের রক্তের বন্যাতে

তাইতো মোরা শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের প্রতি

অমর ২১ শে ফেব্রুয়ারীতে।

সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।

বিষয়: বিবিধ

১৪৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File