সোনার বাংলাদেশ -------------------------------------------- এম.এইচ. সুমন পাটোয়ারী।

লিখেছেন লিখেছেন এম এইচ সুমন পাটোয়ারী ২৯ মে, ২০১৩, ০৮:২২:৩৪ রাত

সোনার বাংলাদেশ



ভোরের পাখিদের ডাকাডাকিতে

তন্দ্রা যখন যায় ছুটে,

দেখি আগের মত আছে রক্তিম রবি

আছে সোনালী রবির সোনালি ছবি।

দূর দিগন্তে যবে তাকাই আঁখি মেলে

ফেনা যে রাশি রাশি খাল-বিলের জলে।

--------------------------------------

নদীর বুকে আছে মাথা উঁচু ঢেউ

অথৈ সাগর জলে ঠাঁই পাবেনাতো কেউ।

আকাশের বুকে আঁকা সাতরংধনু

কৃষকের গোয়ালে আজো আছে ধেনু।

---------------------------------------

মাঠে মাঠে দোল খায় সোনালী ফসল

পুকুর,খালে-ঝিলে কমলের ঢল।

সব কিছু আছে সেই আগের মত

নেইতো কারো কাছে আজ মনুষ্যত্ব।

মানুষে মানুষে আজ কত বিরোধ

আজ আর নেই কোন ভ্রাতৃত্ববোধ।

শুধু তুমি নেই আজ আর আগের মত

মনটা ভেঙ্গে আমার করেছ ক্ষত-বিক্ষত।

খুন রাহাজানিতে চেয়ে গেছে দেশ

আহ! একি মোদের সোনার বাংলাদেশ?

----------------------------------------

সব কিছুর বাড়ে দাম কমেনা আর

দুঃখীদের চোখে আজ মহা পারাবার।

কোন দিকে যাবে তাই, নেইতো কোন উপায়

আজতো গরীব দুঃখীরা বড় অসহায়!

এ দেশ তবে কার? নেই কি গরীব দুঃখীদের অধিকার?

দেশটা লুটে নেয় হানাদার।

----------------------------------------------------

এই কি স্বাধীন দেশ? গরীবের ঠাঁই শেষ?

নাগরীক নয়কি তারা এ দেশের?

মাথা পেতে মেনে নেয় অত্যাচার যুলুমের।

হানাহানি-খুনাখুনিতে চেয়ে গেছে দেশ

আহ! একি আমার সোনার বাংলাদশে?

--------------- এম.এইচ.সুমন।

বিষয়: বিবিধ

২০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File