বাংলার মানুষকে আওমী সরকার কত বার বোকা বানাবে ?

লিখেছেন লিখেছেন বাংলার টাইগার ০৩ মার্চ, ২০১৩, ০৩:৪৩:২২ দুপুর

শাহবাগের আন্দোলন যখন শুরু হয়েছিল তখন সেটা সবারই একটা আবেগের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কারণ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির বিষয়টিতে কারও বিরোধিতা করার কথা নয়। কিন্তু দুই-একদিন পরই কেন জানি ফাঁসির দাবি থেকে আন্দালনকারীরা বিভিন্ন এজেন্ডায় চলে গেল। তারা ফাঁসির পাশাপাশি বলতে শুরু করলো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের কথা, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের কথা বললো। তারা বললো ইসলামী ব্যাংক বন্ধ করতে হবে, মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করতে হবে। এভাবে আন্দোলনে যখন অনেকগুলো এজেন্ডা আলোচিত হচ্ছিল তখন এটাকে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট মনে হচ্ছিল। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতিবিদদের মধ্যে এই বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। মনে হচ্ছিল যে সরকারকেই প্রতিনিধিত্ব করছে আন্দোলনকারীরা। তারা নিজেদের আন্দোলনকে অহিংস বলছে। আবার তারাই হরতাল প্রতিহত করার ঘোষণা দিচ্ছ। এটাতো সরকার করতে পারে। জনগণ বিবেচনা করবে যে তারা সমর্থন করবে কিনা। মিডিয়াও এটাকে সমর্থন দিয়েছে। পরে টইমস অব ইন্ডিয়ার খবরেই সব স্পষ্ট হয়ে গেল। এটা ১০০ ভাগ স্পষ্ট যে সরকার পরিপূর্ণভাবে সহায়তা দিয়েই আন্দোলনটাকে চালাচ্ছ। এখনতো তারা ফাঁসির রায় পেয়ে গেছে। এখন তাদের চলে যাওয়া উচিত।

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File