পড়ালেখা
লিখেছেন লিখেছেন যারিন ফিরদেগার ২৯ মার্চ, ২০১৩, ০৯:২৫:৪৩ রাত
রাহা এখন পড়তে যায়,
সঙ্গে কিছু আম খায়।
মা বলে, এদিকে আয়
রাহা বলে পড়তে যাই।
রাহা পড়তে বসে না,
পিটুনি থেকে বাঁচে না।
মা দেয় পিটুনি,
রাহার বড় খাটুনি।
বিষয়: সাহিত্য
১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন