মামাবাড়ি
লিখেছেন লিখেছেন যারিন ফিরদেগার ২৯ মার্চ, ২০১৩, ০৯:৪৯:৩৩ সকাল
রাহা যাবে মামাবাড়ি,
নিয়ে যাবে খেলনাগাড়ি।
মামাবাড়ি ভারি মজা,
মামী দেবে রাহাকে সাজা।
রাহা, ফল খাবে?
মামাবাড়িতে একা যাবে?
মামা বলে, ঘরে আয়,
রাহা বলে, আম খাই।
মামাবাড়ি যাই,
পড়ালেখা নাই।
বিষয়: বিবিধ
১৪২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন