বুড়ি মা

লিখেছেন লিখেছেন যারিন ফিরদেগার ০৪ মার্চ, ২০১৩, ০৯:০৭:০০ সকাল

গভীর ঘন বন। দিনের বেলায় সূর্য্যের আলো এই বনে প্রবেশ করে না। হাজার রকমের গাছপালা আর পশুপাখির আবাস এই বন।

বনের চারপাশ ঘিরে নদী। নদীর পানিতে প্রবল স্রোত। বিশাল আকৃতির কুমিরের বাস সেখানে। কেউ একবার পানিতে পড়লে তার আর রক্ষা নেই। কুমিরের দল মুহূর্তের মধ্যেই তাকে সাবাড় করে ফেলবে।

নদীর পাড়ে ছিল এক কুঁড়ে ঘর। সেখানে বাস করত এক বুড়ি। তার বয়স কত হবে তা তার জানা নেই। বুড়ি একা একা এই নির্জন স্থানে বাস করে, গাছের ফল মূল খেয়েই সে বেঁচে আছে দীর্ঘ বছর।

প্রতিদিনের মত বুড়ি ফল তুলছিল তার খাবারের জন্য। সে প্রথমে গেল আপেল গাছের কাছে। আপেল গাছের কাছে গিয়ে বুড়ি বলল।

‘আপেল গাছ। আপেল গাছ। আমাকে তোমার আপেল খেতে দাও।‘

‘আমার কাছে আজ তোমার জন্য কোন আপেল নেই।‘ আপেল গাছ বলল।

বুড়ি মন খারাপ করে চলে গেল।

এবার বুড়ি গেল কাঁঠাল গাছের কাছে। বড় একটা কাঁঠাল খেতে পারলে তার দুই দিন কেটে যাবে।

হাঁটতে হাঁটতে বুড়ি গেল কাঁঠাল গাছের কাছে।

‘কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ। আমাকে একটা কাঁঠাল দাও। বুড়ি বলল।

‘আমার কাছে আজ তোমার জন্য কোন কাঁঠাল নেই।‘ কাঁঠাল গাছ বলল।

বুড়ি হতাশ হয়ে ফিরে এল আম গাছের কাছে। এই গাছের আম বুড়ি কত খেয়েছে। খুবই মিষ্টি। মনে হয় তার মুখে এখনও মিষ্টি লেগে আছে। গাছে প্রচুর পাকা পাকা আম। রসে ভরপুর।

‘আম গাছ, আম গাছ। আমাকে কয়টা আম দাও। আজ আমি কোন খাবার পাচ্ছি না।‘ বুড়ি বলল।

আম গাছ একটু ভেবে বলল, ‘বুড়ি মা, আজ যে তোমার জন্য আমার কোন আম নেই। আমার কোন আমের মধ্যে তোমার নাম লেখা নেই। তাহলে কিভাবে আমি তোমাকে আম দেব?’

বুড়ি এবার সত্যিই হতাশ হয়ে পড়ল। আজ কোথাও তার জন্য কোন খাবার নেই কেন? এমন কোন দিনও হয় নাই। যখনি সে কোন গাছের নিকট খাবার চেয়েছে, তখনি গাছ তাকে ইচ্ছে মত খাবার খেতে দিয়েছে। আজ এমন হল কেন বুড়ি ভাবছে আর ভাবছে।

হতাশ হয়ে বুড়ি বাড়ি ফিরল। খুঁজতে লাগল বাড়িতে কোন খাবার আছে কি না।

না, কোথাও আজ তার জন্য কোন খাবার নেই।

এমন সময় বুড়ি একটা শব্দ শুনল। ‘বুড়ি মা! কি খুঁজছ? খাবার?’

বুড়ি চমকে উঠল! কথা বলে কে?

‘কে? কে?’ বুড়ি কাঁপতে কাঁপতে বলল।

আমি তোমার জীবন নিয়ে যেতে এসেছি।

বিষয়: বিবিধ

২২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File