খোকা খুকুর ছড়া
লিখেছেন লিখেছেন যারিন ফিরদেগার ২১ এপ্রিল, ২০১৩, ০৯:০৭:০৯ রাত
পড়তে বস খোকা খুকু
দুষ্টুমি কর বন্ধ।
পড়ালেখা না করলে
চোখ থাকতে অন্ধ।
লাগাও কাজে তোমার সময়
করোনা আর হেলা।
জিততে হলে জীবন যুদ্ধ
আর করোনা খেলা।
শরীরটাকে সুস্থ রাখো
সময় মত খাও।
রোগমুক্ত শরীরটাকে
রাখতে যদি চাও।
পড়ালেখা নীতি শিক্ষা
পাশাপাশি রেখো।
জীবন যুদ্ধে যেন তুমি
কালিমা না মাখো।
নীতিহীন পড়ালেখা
চুন ছাড়া পান।
নেই তার কোন দাম
জ্ঞানের অপমান।
বিষয়: সাহিত্য
১৬৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন