ইসলাম কি নারীকে ঠকিয়েছে? নাকি নারীবাদীরা নারীদের ঠকাচ্ছে?
লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ২৯ মার্চ, ২০১৩, ০৯:১১:০৫ রাত
আমাদের সমাজে কিছু জ্ঞান পাপী আছে যারা বলে ইসলাম নারীকে ঠকিয়েছে। তারা উদাহরণ হিসেবে উপস্থাপন করেন
পবিত্র কোরআনের সূরা নিসার ১১ নং আয়াতটি "একজন পুরুষের জন্য দুইজন নারীর অংশের সমান " যদিও এ
নির্দেশের আলোকে ছেলে পায় মেয়ের দ্বিগুণ। তথাপি স্রষ্টা কিন্তু নারীকে ঠকাননি।
কিভাবে? বলছি …
আপনি নিশ্চয়ই Gross income & Net income এর কথা জানেন।
[১]Gross income : যে Income এ অন্যের অধিকার আছে।
[২] Net income : যে Income এ অন্যের অধিকার নেই।
এখন পরিবার হতে ভাই যে অংশ পেল, সেটি হচ্ছে Gross income. অথাৎ এতে অধিকার আছে নিজের স্ত্রীর,
সন্তানের, বুড়ো মা -বাবার, বুড়ো দাদা দাদীর, এবং অন্যান্য আত্নীয়স্বজনের, এমনকি দুঃখী মানুষেরও।
পক্ষান্তরে বোনের অংশ হচ্ছে Net income. কারণ এতে কারও অধিকার নেই ; এমনকি তা সে নিজের জন্যও খরচ
করতে বাধ্য নয়। কারণ বোনের ভরণপোষণের সব দায়িত্ব বোনের স্বামীর। এখনে শেষ নয় বোন আবার স্বামীর
বাড়িতে গিয়ে মোহরানার টাকা পাবে এবং স্বামী সেই টাকা দিতে বাধ্য। এবং সে তার পাপ্ত সকল
টাকা হচ্ছে করলে সংসারে খরচ করবো নচেৎ না এই ব্যপারে তাকে কেউ জোর করতে পারবে না। দেখুন বিয়ের পর বোন
যখন স্বামীর বাড়িতে চলে যায় তখন তার স্বামীর বাড়িই হয় স্থায়ী বাড়ি, পিতার বাড়ি নয়। তা সত্ত্বেও পিতার
বাড়ি হতে পাচ্ছেন তার অর্ধেক অংশ এবং স্বামীর সম্পতিতেও তিনি একটা অংশ পান।
আর ভাই বেচারা! তিনি শ্বশুরবাড়ি হতে কোন সম্পত্তি পাওয়ার প্রশ্নই আসে না। অথচ বোন কিন্তু শ্বশুরবাড়ি ও
পিতার বাড়ি হতো অংশ পাচ্ছেন এবং তার সম্পত্তি সে একমাত্র নিজেই ভোগ করার অধিকার রাখে অন্য কেউ নয়।
ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে কিন্তু আমাদের সমাজে তথাকথিত নারী সমঅধিকার প্রতিষ্ঠা কারিরা নারী অধিকার
প্রতিষ্ঠার নামে মূলত তাদেরকে এক প্রকার বাঁশ দিতে চাচ্ছে। তারা নারী সমঅধিকার প্রতিষ্ঠার নামে তাদেরকে সকাল
কাজে অংশগ্রহণে বাধ্য করছে, যেখানে ইসলাম তাদের সৌখিন জীবন দিয়েছে, দিয়েছে অনেক স্বাধীনতা।
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন