২ মিনিট সময় চাইছি ইকটুখানি চোখ রাখুন
লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ২২ মার্চ, ২০১৩, ০১:১১:৫৬ রাত
মাত্র ২মিনিট লাগবে প্রশ্নগুলি পড়তে, অবশ্যই না পড়ে কোথাও যাবেন না..... প্লিজ.....
মানুষের চিন্তাভাবনা এখন তার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির সঙ্গে জড়িত। এইদেশ নিজের এই অনুভূতি যখন মানুষের নেই তখন সমাজিক ব্যবস্থার পরিবর্তন কি করে আশা করা যায়! রাজনৈতিক দলগুলো তাদের বিশেষ বিশেষ চশমা দিয়ে সমস্যাগুলো দেখে।
১. পরিমল জয়ধর এখন কোথায়? তারমামলাটা কী অবস্থায় আছে? কয় বছর সাজা হয়েছে তার?
২. ঝালকাঠির লিমন হোসেনের মামলা কি এখনও আছে? সে কেমন আছে, কোথায় আছে? নাকি সে তার পা ফিরে পেয়ে গেছে!
৩. আমিনবাজারে ছয় ছাত্রের হত্যাকারীদের খবর কী? কেউ কি গ্রেপ্তার হয়েছিল?
৪. কেমন আছে মেঘ সারোয়ার? সাগর-রুনি হত্যামামলাটা বেঁচে আছে? সাহারা খাতুনের আটচল্লিশ ঘণ্টা পার হয়েছে? সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে শুরু হওয়া সাংবাদিকদের আন্দোলন কী অবস্থায় আছে?
৫. পুলিশের উপস্থিতিতে নোয়াখালী লক্ষ্মীপুরে প্রকাশ্য
গণপিটুনিতে শামসুদ্দিনহত্যায় কেউ কি শাস্তি পেয়েছিল?
৬. পুরান ঢাকার ভস্মীভূত এলাকা নিমতলি থেকে রাসায়নিক দ্রব্যের গুদামগুলো সরানো হয়েছে?
৭. চাঁপা রানিকে মোটর সাইকেল-চাপা দিয়ে হত্যা করা বখাটেরা কই আছে? মামলাটার কী খবর?
৮. কেমন আছেন কানিজ আলমাস খান? কেমন চলছে তার ব্যবসাপাতি? এখন কে কে আসেন তার ওখানে 'সেবা' নিতে?
৯. কী শাস্তি হয়েছে তারেক মাসুদের হত্যাকারী বাসচালক
কিংবা মিরসরাইয়ে অর্ধশত ছাত্রছাত্রীর হত্যাকারী ট্রাকচালকের?
১০. তাজরিন গার্মেন্টেসের অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল
বলে প্রতিবেদনে জানিয়েছে তদন্ত কমিটি, কে বা কারা করেছিল সেই পরিকল্পনা? গার্মেন্টসের মালিককে গ্রেপ্তার
করা হয়নি কেন? কী অবস্থায় আছে ঘটনাটা?
১১. বহদ্দারহাট উড়ালসেতুর প্রকৌশলীদের বা ঠিকাদারপ্রতিষ্ঠানের কাউকে গ্রেপ্তার করা হয়েছে? সর্বশেষ কী খবর ঐ ঘটনার?
১২. প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাবা-মাকে হত্যা করা গুলশানের সেই বখাটেদ্বয়ের খবর কী?
১৩. কী খবর পরকীয়ার স্বার্থে নিজের শিশুপুত্রকে হত্যা করা আদাবরের সেই মায়ের?
১৪. সেনাসদস্য মার্টিন সরকারকে খুন করা স্ত্রী-কন্যারা কই আছে এখন? বিচার-টিচার কিছু হয়েছিল?
১৫. কেমন আছে আবদুল কাদের? কোথায় আছে কাদেরকে কোপানো ওসি? কী শাস্তি হয়েছে ওসির?
১৬. বিশ্বজিত্-হত্যামামলারই বা সর্বশেষ খবর কী?
আমি জানি আপনারা অনেক সচেতন স্বার্থহীন কতটা সচেতন তা একবার ভেবে দেখবেন।
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন