নানা হৃদয়ের কষ্ট
লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ১২ মার্চ, ২০১৩, ০৯:৩৪:৪৯ রাত
কষ্ট,নানা হৃদয়ে হরেক রকম কষ্ট
কষ্টের যাতনায় অনেক জীবন হয় ভ্রষ্ট।
অব্যক্ত কষ্টের যাতনায় মরি ধুকপুকে
হরেক রকম কষ্ট-যাতনা রেখে বুকে।
সহিতে পারিনা যাতনা ফেলি অশ্রু জল
অশ্রুকে বলি,সহিতে পারিনা অশ্রু তুই কিছু বল।
নিঃশ্বাস বলে ছাড়ি দীর্ঘ শ্বাস
পূর্ণ হয়নি জনমে মোর কোন আশ।
স্বস্তির নিঃশ্বাস ছাড়িতে কভু পারি নাই
স্বস্তির নিঃশ্বাস ছাড়িতে আরো কষ্ট পাই।
স্বপ্ন! স্বপ্ন ছিল মোর সুখ উজ্জল
কোথাও সেথা পাইনি প্রতিফল।
স্বপ্ন হায় স্বপ্ন! তুই কি? মরীচিকা
দেস্ নি মোরে এক চিমটি সুখ ভিক্ষা।
দুঃখের সাগরে পাইনি হাতরে কুল
আশার আলো প্রাপ্তিটাই ছিল ভুল।
কুন্তল তিমিরে তবু স্বপ্ন দেখি
অপূর্ণ রয়ে গেল যেই জীবন বাকি।
দুঃখ বিদারী সুখ স্বপ্ন তবু আঁকি
সুখ ওরে সুখ! শোন তুই মোরে কত দিবি ফাঁকি।
বিষয়: সাহিত্য
১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন