সরকারের আন্দোলন যদি সত্যিই না করেন এই বিষয় গুলো যুক্ত করুণ।

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ০৮ মার্চ, ২০১৩, ০৪:৪২:০৪ রাত

আমি সব গুলো প্রশ্নের উত্তর চাই শাহবাগ বাসী সহ সকাল সচেতন বাঙালির কাছে।

সত্য সব সময় তিক্ত এই সরকারের হাতে জনগণ কে দেয়ার মত কোনো সফলতা নাই সেই জন্যই এই নাটক

খেলা আর আমরা বাংলার মানুষ বেশি মাথা মোটা তাই সরকার যাই করেনা কেন মাথা পেতে নেই

আগামী প্রজন্ম ও ব্লগার ভাইদের বলছি - আপনারা শাহবাগে যা করেছেন তার জন্য ধন্যবাদ কিন্তুু

আপনারা যদি সচেতন বলে নিজেদেরকে মনে করে তবে নিচের বিষয়গুলো আপনাদের আন্দোলনের সঙ্গে যুক্ত করুনঃ

০১) শত কোটি টাকার দুর্নীতির পরও হলমার্কের চ্যায়ারম্যানকে জামিন কেন হলো?

০২) ৫টি নতুন বেসরকারী ব্যাংক অনুমোদন দেয়া হয় এদের মালিক কারা, টাকার উৎস কি?

০৩) পদ্ধাসেতু দুর্নীতি মামলায় সচিবের জামিন কিভাবে হলো? প্রকৃত অপরাধীরা কোথায়??

০৪) রেলমন্ত্রীর অর্থ দুর্নীতি মামলার কি হলো ? দোষিদের সাজা কেন হচ্ছে না ?

০৫) সাংবাদিক দম্পত্তি খুন? প্রকৃত খুনিরা কোথায়??

০৬) সৌদী নাগরীক খুন ? কেন খুন হলো ?

০৭) শোবার ঘরে মহাখালীতে ডাক্তর খুন হলো কিভাবে?

০৮) বিশ্বজিত কে হায়নারা কামড়ে কামড়ে খেয়েছে ? নির্দেশ দাতারা কোথায়?

০৯) ছাত্রলীগরে নিজেদের গোলাগুলিতে শিশু খুন? খুনিদের সাজা হলোনা কেন?

১০) বিকাশের জামিন পেলো কিভাবে?

১১) ২১জন খুনের আসামীর সাজা মাফ হলো কেন তারা কি দেশের কোন স্বনামধন্য ব্যাক্তি?

১২) ইলিয়াশ আলী , চৌধুরী আলমের মত অনেকে গুম হয়েছে তারা কোথায়, কেন কোন হদিস মিলছে না?

১৩) বিরোধী দলের মহাসচিব ফখরুলের মত নেতার বিরুদ্ধে কিভাবে ৩৮ মামলা, একের পর এক মামলায় প্রেফতার

দেখিয়ে দীর্ঘ কারাবাস?

১৪) সম্প্রতি মসজিদে ঢুকে নামাজরত অবস্তায় মুসল্লীদের উপর পুলিশী আক্রমন কিসের জন্য?

১৫) রংপুরে আন্দোলন রত শিক্ষকদের উপর ছাত্রলীগের এসিড ছুড়ে মারা? এবং এসিড ছুড়ে মারা মামলা রাজনৈতিক

বিবেচনায় বাতিলের সুপারিশ কেন?

১৬) আশংকাজনক ভাবে বেড়ে গেছে শিশু ধর্ষন ? কেন?

১৭) গফরগায়ের এমপি পিস্তল উচিয়ে পাবলিককে প্রকাশ্যে গুলি? তারপর তার সাজা কি হলো?

১৮) বরিশালে মুক্তিযোদ্ধাদের সামাবেশ ভেঙ্গে দিয়েছে আওয়ামীরা? কেন মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলা?

১৯) কোটি টাকা খরচ করে এপিএস বিয়ে করেন কিভাবে?

২০) রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলা কিন্তুু হামলাকালিদের ছবি পত্রিকায় প্রকাশিত হবার পরও

আসামী কতজনকে গ্রেফতার করা হয়েছে?

২১) বিভিন্ন সময়ে প্রকাশ্যে নবী (সঃ) অবমানকারী ও ব্যাংঙ্গকারীদের কি সাজা দেয়া হয়েছে? টেন্ডার

নিয়ে প্রকাশ্যে নিজেরা নিজেদের গোলাগুলি, এইসব গুলির উৎস কোথায়?

২২) সিলেটের এমসি কলেজ, কবি নজরুল ইসলাম কলেজে অগ্নী সংযোগকারী কেহ কি গ্রেফকার হয়েছে?

২৩) ২টাকার বিদ্যুৎ এখন ১১টাকা (৪ দফা বৃদ্ধির পরও কেন লোড সেডিং)?

২৪) চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য কমাবার কি কোন পদক্ষেপ নেয়া হয়েছে?

২৫) পোশাক কারখানায় পুড়িয়ে মারা শ্রমিকের ন্যায় দাবি নিয়ে কেন শাহবাগের সচেতন মানুষ গুলো কোন কথা বলছেন না?

২৬) বিরোধী দল করার অপরাধে বিশ্ববিদ্যালয়ে সাধারন ছাত্ররা প্রবেশ করতে পারছে না?

২৭) কৃষি উপকরণ কিনতে গিয়ে তাদের যখন মাথায় হাত পড়ে তখন আপনি কী করলেন?

২৯) বীরশ্রেষ্ঠদের নামে করা স্টেডিয়ামের নামকরন পরিবর্তন করে তাদের কি অসাম্মান করা হলো নি?

৩০) সকল রাজাকারদের বিচার কেন করা হচ্ছে না ? সমস্যা কোথায়? ম খা আলমগীর, শেখ হাসিনার বিয়াই, সাজেদা আরও প্রায় দুই ডরজন নেতা আছে আওয়ামীলীগে এদের হচ্ছে বিচার হচ্ছে না কেন?

৩১) তত্বাবধায়ক সরকারের সময়ে করা সরকারীদলের নেতা নেত্রীর সকল মামলা রাজনৈতিক বিবেচনায় বাতিল কিন্তু

বিরোধীদলীয় নেত্রীর বিরুদ্ধে ২৬টি মামলা, তারেক কোকোর বিরুদ্ধে অসংখ্য মামলা।

৩২)গত মাসে ১ লা জানুয়ারি হতে ২০ জানুয়ারি পর্যন্ত ব্রাকের এক প্রতিবেদনে দেখলাম ৩০০ অধিক নারী ও শিশু নির্যাতিতা এবং ধর্ষিতা হয় অমানবিক ভাবে কিন্তু তাদের ন্যায় বিচারের লক্ষে কেহ কেন আন্দোলন করছে না?

৩৩) সারা বাংলাদেশে শ্রেষ্ঠ মেয়র হিসেবে স্বর্ণ পদক প্রাপ্ত পৌর মেয়র লোকমান হত্যার অন্যতম আসামি মন্ত্রী রাজুর ভাই কে কেন আইনে আওতায় আনা হচ্ছে না?

৩৪) ছাত্রলীগের চাদাবাজির দাবীতে যখন শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় তখন আন্দোলন হয় না কেন?

৩৫) এখন যে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে এই সকল হত্যা কান্ডের কে বিচার করবে?

আমি নিশ্চিত উপরোক্ত অন্যায় গুলোর প্রতিবাদে আপনি যদি আন্দোলন করেন এখন আপনাকে সরকার যেমন খাওয়াচ্ছে নিরাপত্তা দিচ্ছে তা কোন ভাবেই করত না বরং পুলিশের নিত্য নতুন নির্যাতন হতো আপনার চির সঙ্গী।

বিষয়: বিবিধ

১০৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File