এ যেন এক অঘোষিত ঘোষণা!!!
লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ০৬ মার্চ, ২০১৩, ১২:০০:০০ রাত
হরতালের কারণে ভাল করে ক্লাস হচ্ছে না তাই ক্যাম্পাস হতে আপুর চলে আসি।
যেখানে আপু থাকেন তার পাশের বাসার কিছু যুবকের সাথে আমার পরিচয় হয়। একজন যুবকের হালকা দাড়ি ছিলো এসে দেখি ঐ যুবকের এখন আর দাড়ি নাই তাকে প্রশ্ন করলাম ভাই এই অবস্থা কেন? গতবার দেখলাম আপনার দাড়ি আছে এখন নাই! ওনি বললেন ভাই আর বলবেন না ঢাকা যাচ্ছিলাম পাসপোর্টের কাজে আসার পথে পুলিশ ধরল আমি নাকি শিবিরের লোক তাই ভাই কষ্টে দাড়ি ফেলে দিয়েছি। আরও কিছু কষ্টের অভিব্যক্তি প্রকাশ করল বর্তমান সময়ের প্রেক্ষাপটে যা চরম সত্য তাই
আমি কিছুই বললাম না গভীর একটা দীর্ঘ শ্বাস ফেললাম।
আর ভাবলাম মুসলমানদের প্রতি এই সরকারের দাড়ি ফেলে দাওয়ার যেন এক অঘোষিত ঘোষণা!
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন