সুখবর! ভালবাসুন আর পুরষ্কার জিতুন।

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ০৩ নভেম্বর, ২০১৪, ০৮:৫৪:৪৮ রাত

সেদিন সমকালে একটা সংবাদ পড়ে বিষ্মিত হয়েছিলাম! সংবাদটি হচ্ছে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে প্রেমিক-প্রেমিকা একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তারা হলেন- শারমিন (১৩) ও নুরুন্নবী মিয়া (১৯)। প্রেমিক-প্রেমিকা পরস্পর

চাচাতো ভাইবোন। পারিবারিকভাবে তাদের এ সম্পর্ক মেনে না নেওয়ার কারণে তারা আত্মহননের পথ বেছে নেয়।

ভেবে দেখার বিষয় একে অন্যকে কতটা গভীরভাবে ভালবাসলে এই কাজটা করতে পারে!! এই যে এক সাংঘাতিক ভালবাসা তা কি বলার অবকাশ রাখে (?)

এখন কথা হচ্ছে তারা তো এই পৃথিবীতে এক হতে পারলোনা ঐ পৃথিবীতে অর্থাৎ পরকালে কি এক হতে পারবে?

হ্যাঁ, পারবে।

যেমনটা আমরা বুখারী এবং মুসলিমের হাদীসে পাই,"কেউ যদি আত্মহত্যা করে,তাহলে সে যা দ্বারা আত্মহত্যা করেছে,ঠিক তা দ্বারাই হাশরের ময়দানে তাকে শাস্তি দেওয়া হবে।”।

মানে আপনি এই পৃথিবীতে সুখ পেলেন না ঐ পৃথিবীতে শান্তি পেলেন না। বাদবাকি আল্লাহ ভালো জানে তোমাদের শেষ পরিণতি কী হয়!

কিন্তু আপনার এই ভালবাসাটা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে কিংবা ইসলাম নির্দেশিত পথে হত তাহলে তো আপনি পরকালেও এক সাথে থাকতে পারতেন। যেমনটা আমরা সহীহ মুসলিম এবং তিরমিজি শরীফের আনাস ইবনে মালেক (রাঃ) এর হাদিস হতে জানতে পারি, এক ব্যক্তি আল্লাহর রাসূল (সাঃ) কাছে এসে জানতে চাইলো হে আল্লাহর রাসূল এমন ব্যক্তি সম্পর্কে আপনি কি বললেন যে ব্যক্তি নেককারদেরকে ভালবাসে কিন্তু নেকির ক্ষেত্রে তার সমপর্যায়ে পৌঁছতে পারে না, রাসূল (সাঃ) বললেন যে যাকে ভালবাসে সে তার সাথেই থাকবে।

এখন আপনি ভেবে দেখেন আপনি দুনিয়ার লাইলি মজনু হয়ে জাহান্নামে দিকে যাবেন নাকি ইসলাম নির্দেশিত পথে এগিয়ে জান্নাতের দিকে যাবেন?

ভালবেসে জান্নাত কিংবা জাহান্নাম......

বিষয়: বিবিধ

১৪৩২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280882
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৭
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : প্রেম এখন প্রাণঘাতি রোগ হিসেবে মহামারি আকার ধারন করেছে।
280884
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৮
আফরা লিখেছেন : আমি জান্নাতে যেতে চাই । জাহান্নামের যেই কঠিন শাস্তি আছে আমি অনেক ভয় পাই ।আল্লাহ আমাকে মাফ করুন ।
280936
০৪ নভেম্বর ২০১৪ রাত ১২:০৮
ক্ষনিকের যাত্রী লিখেছেন : খুব ভালো লাগলো। জাযাকাল্লাহু খাইরান। Good Luck Good Luck Happy
280948
০৪ নভেম্বর ২০১৪ রাত ০১:০০
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
281130
০৪ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৮
হতভাগা লিখেছেন : আত্মহত্যা এখন একটা ফ্যাশনে পরিনত হয়ে গেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File