একজন বজলু ঠাডা এবং কুকুর

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ২৫ এপ্রিল, ২০১৪, ০৭:০৯:৪৭ সন্ধ্যা

বজলু ঠাডা, কেতবপুর গ্রামের একজন পাগল।

তার অবশ্য সুন্দর একটা নাম আছে বজলুর রহমান। গ্রামের মানুষ তাকে বজলু ঠাডা বলে ডাকে বিশেষ কারণে, কারণটা ইকটুখানি বলে নিচ্ছি...গ্রাম্য ভাষায় বৈশাখের এই কাঠফাঁটা রৌদ্রতপকে বলে "ঠাডা ভাঙা রোদ"। এই ঠাডা ভাঙা রৌদ্রে বজলুর রহমান তার একমাত্র সম্বল ছেঁড়া লেপ-কাথা মুড়িয়ে রৌদ্রে শুয়ে থাকে! যেথায় সাধারণ মানুষ জন খালি শরীরে থাকতে হাপিয়ে ওঠে সেথায় সে কিনা লেপ-কাথা মুড়িয়ে ঘুময়ে থাকে! এই ঠাডা ভাঙা রৌদ্রে তার লেপ-কাথা মুড়িয়ে ঘুমাতে দেখে গ্রামের লোকেরা তাকে বজলু ঠাডা বলে ডাকে।

বজলু ঠাডা যে রাস্তায় প্রায় শুয়ে থাকে তার পাশে একটা কুকুরও শুয়ে থাকে, কুকুরটা দেখতে সুন্দর। বজলু ঠাডা কুকুরের সাথে প্রায় কথা বলে... একদিন বজলু ঠাডা কুকুরকে বলছে....

বজলু ঠাডা : পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা। কী মজা। আর তুই? এক নিকৃষ্ট জীব কুকুর। মানুষের লাথথি আছে শুধু তোদের কপালে। মনীষীরা আমাদের কতইনা সুন্দর জয়গান করেছে -

শুনহ্ মানুষ ভাই -সবাই উপর মানুষ সত্য

তাহার উপর নাই।

কুকুর : হে..হে..হে..।বজলু ঠাডা ভাইয়ের কথা শুনে নিতান্তই হাসি পেল। আপনার মত বজলু ঠেঁটা যদি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয় তাহলে অধমের আবার সংজ্ঞা কী? রাখেন আপনার মনীষীদের হাজার বছরের বাসি কথা পুরনো কথা আপনি কি শেক্সপিয়ারের মন্তব্য শুনেনি -

"আমি যদি জীবন নিয়ে চিন্তা করি তাহলে মৃত্যুকে ভালবাসি। আর যদি মানুষ নিয়ে চিন্তা করি তাহলে কুকুরকে বেশি ভালবাসি।

বজলু ঠাডা : আচ্ছা কুকুর মানুষের কথা না হয় রেখেই দিলাম। কিন্তু তোর আমার সৃষ্টি কর্তা মহান আল্লাহ তায়ালা কোরআনে কি বলেছেন? তিনি বলে দেননি যে -আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছি?

কুকুর : ওরে বজলু ঠাডা ভাই! আপনি তো দেখি বড় সুবিধাবাদী চিজ। আপনি আল -কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না তা কি হয়? আপনি জানেন না মহান আল্লাহর সেই ঘোষণা:

"আর আমি সৃষ্টি করেছি দোযখের জন্য বহু জ্বিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, তা দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তা দ্বারা তারা দেখে না, আর তাদের কান রয়েছে তা দ্বারা শোনে না। তারা চতুষ্পাদ জন্তুর ন্যায়, বরং তার চেয়েও আরো অধম।" (সূরা আল আ 'রাফ ১৭৯)

চলবে....

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213208
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৭
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। সুন্দর বলেছন। আসলেই সত্য।
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩১
161380
ফাহিম মুনতাসির লিখেছেন : ওয়ালাইকুম সালাম, জাজাকাল্লাহ।
213218
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪০
নীল জোছনা লিখেছেন : ঠাডা আর কুত্তার কাহিনী বুঝলাম। তবে আপনার পোষ্ট থেকে শেখার আছে অনেক কিছু। অনেক ধন্যবাদ
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
163165
ফাহিম মুনতাসির লিখেছেন : মন্তব্যরে জন্য ধন্যবাদ
213295
২৬ এপ্রিল ২০১৪ রাত ০১:০৫
মাটিরলাঠি লিখেছেন : ভালো লাগলো আপনার লেখাটিকে। ম্যাসেজ দিবার কৌশলটি সত্যি সুন্দর। অনেক অনেক ধন্যবাদ।
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
163166
ফাহিম মুনতাসির লিখেছেন : তাই? অনেক শুভকামনা আপনার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File