মানুষ এবং কুকুর!

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ২২ এপ্রিল, ২০১৪, ০৯:০৮:০২ সকাল

জৈনক আর এক কুকুর।

জৈনকঃ ওরে কুকুর! তোরা কিছু পেলেও হাঁপাস আবার না পেলেও জিহ্বা লম্বা করে হাঁপাতে থাকিস। তোদের জিহ্বা কিংবা চাহনি দেখলে মনে হয় যে সর্বক্ষণই তোরা কিছু খাওয়ার কিংবা পাওয়ার ধান্ধায় থাকিস। জিহ্বা লম্বা করাটাই বোধহয় তোদের বদভ্যাস?

কুকুরঃ মশায়, জিহ্বার কথা বলে রীতিমতো আমায় হাসালেন। আমরা অসহায় কুকুর যদি ক্ষুদার্ত হয়ে হাঁপাতে থাকি ওটা আপনাদের চোখে পড়ে! কিন্তু আপনারা আপনাদের নিজেদের দিকে নজর দিতে পারেন না? আপনাদের জিহ্বা বুঝি খুব খাট?

যখন শশুর বাড়ি হতে যৌতুকের কন্ডিশনে বিয়ে করেন। বেচারা শশুর এমনেতেই তার কলিজার টুকরা আপনার হাতে তুলে দিচ্ছে, এতদিন ধরে তিলে তিলে গড়ে তোলা প্রিয় মানিক আপনাকে দিয়ে দিচ্ছে এই জন্যেই তার বুক ফেটে যাবার উপক্রম। আর সেই জায়গায় কিনা আপনার গাড়ি, বাড়ি অর্থবিত্ত সহ কত কি চেয়ে বসেন!

এইবার বুঝতে পারছেন আপনাদের জিহ্বা কতবড়?

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211626
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৩
দ্য স্লেভ লিখেছেন : ঠিক
211641
২২ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৫
160053
ফাহিম মুনতাসির লিখেছেন : আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File