এক ফালি শ্বেতশুভ্র মেঘের ভীড়ে...

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ২৯ মার্চ, ২০১৪, ০৪:১০:৪০ বিকাল

এই যে সাহেব এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো?

-হুম, বেশি দেড়ি করে ফেললাম নাকি?

-বলেছিলে, সারে চারটায় আসবে এখন সারে পাঁচটা এক ঘন্টা লেইট সেটা তোমার কাছে কম মনে ইচ্ছে!

-আমার কি দোষ, আমি তো আরো আগের আসতে চেয়েছিলাম যতসব প্যাঁচগুচ লাগিয়েছে সানগ্লাস! একটা সানগ্লাসের জন্য এই অবস্থা।

-সানগ্লাস! কই তোমার চোখে তো কোন সানগ্লাস দেখতে পাচ্ছি না!

আবীর প্যাকেটে মোরানো সানগ্লাসটা খুলে নীলার হতে দিল এই যে।

-এই সানগ্লাস! এটা তো সাধারণত ব্লাইন্ড যারা ওরা পড়ে এটা তুমি পড়বে?

-না।

-তাহলে?

-তুমি।

-আমি! কিন্তু কেন?

-কারণ তোমার অদ্ভুত সুন্দর চোখের দিকে তাকিয়ে তোমার সাথে কোন কথা বলতে পারি না, আমি বাকশক্তি হারিয়ে ফেলি, হারিয়ে যায় তোমার চোখের মাঝে।

নীলা আবীরের দিকে তাকিয়ে মৃদু হেসে পাগল আমার, আবীরকে খুশি করতেন টোপ করে পড়ে ফেলে সানগ্লাসটি কোন আপত্তি ছাড়ায়। অতপর নীলা বললো কই তুমি না বললে বিকেলে আমায় কি দেখাতে নিয়ে যাবে?

আবীর নীলার হাতটি ধরে হাটতে হাটতে চলে গেলো আড়িয়াল খা নদীর তীরে ছোট্ট সবুজ মাঠে। নদী আর সচ্ছ আকাশে ভেসে চলা শ্বেতশুভ্র মেঘের ছুটাছুটি কি এক অপূর্ব দৃশ্য। নীলা বললো এমন মনোরম দৃশ্য আমি ইতিপূর্বে কখনো দেখিনি এই সুন্দর বিকেলটা উপহার দেয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

আবীর বললো নীলা আকাশে চেয়ে দেখো কি সুন্দর শ্বেতশুভ্র মেঘের ছুটোছুটি।

আমার চোখে তো তুই কালো সানগ্লাস পরিয়ে দিলে ঐ মেঘ গুলো যে শ্বেতশুভ্র তা তো বুঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছি কালো মেঘ মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে।

ও তাইতো। তাহলে সানগ্লাস খুলে ফেল। আকাশ দেখ।

নীলা সানগ্লাস খুলে আকাশ দেখছে আর আবীর, আবারও হারিয়ে গেল নীলার অদ্ভুত মায়াবি চোখে...

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199763
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:১২
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৬
149427
ফাহিম মুনতাসির লিখেছেন : জেনে ভালো লাগলো, ধন্যবাদ।
199764
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৩
দুষ্টু পোলা লিখেছেন : পিলাচ
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৭
149430
ফাহিম মুনতাসির লিখেছেন : শুনে ভাল লাগলো, অনেক শুভকামনা।
199787
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৪
শিশির ভেজা ভোর লিখেছেন : নীলা সানগ্লাস খুলে আকাশ দেখছে আর আবীর, আবারও হারিয়ে গেল নীলার অদ্ভুত মায়াবি চোখে...

অপূর্ব চমৎকার লিখেছেন ভাই। আপনার মত করে এক লাইনও বের হবে না আমার মাথা দিয়ে At Wits' End At Wits' End
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৫
149454
ফাহিম মুনতাসির লিখেছেন : তাই? ধন্যবাদ।

চেষ্টা করেন হয়ে যাবে।
200258
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:০৬
সাদিয়া মুকিম লিখেছেন : সুন্দর গল্প। Good Luck
০১ এপ্রিল ২০১৪ রাত ০১:২৪
150722
ফাহিম মুনতাসির লিখেছেন : ধন্যবাদ
200266
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:১৬
ভিশু লিখেছেন : Rose Rose Rose
201148
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৩
রেহনুমা বিনত আনিস লিখেছেন : সুন্দর! Rose
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
151393
ফাহিম মুনতাসির লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File