ন্যান্সির বাড়িতে তল্লাশি, বাগ স্বাধীনতার মুখে বৃদ্বাআঙ্গুলি প্রদর্শন নয়কি?

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ৩০ অক্টোবর, ২০১৩, ০৬:৪৪:৩০ সন্ধ্যা

বাক স্বাধীনতা এবং এটাই গণতন্ত্রের এক নম্বর স্বাধীনতা এবং এটাই গণতন্ত্রের মেরুদণ্ড এবং এটা ছাড়া গণতন্ত্র চলে না চলবে না।

বাক স্বাধীনতার বিষয়টি প্রত্যেক নাগরিকের থাকবে এবং সেখানে ক্ষমতাধরের ব্যখ্যাই চূড়ান্ত সত্য নয়। রাষ্ট্র তার প্রত্যেক নাগরিকেএই স্বাধীনতা নিশ্চিত করবে এবং সেটাই আধুনিক রাষ্ট্রের পরিচায়ক। ভিন্ন মত থাকবে এবং সেই ভিন্নমতের প্রতি শ্রদ্ধা থাকাই গনতন্ত্র।

আজ ন্যান্সি তার ফেইসবুক ওয়ালে নিজের কিছু মতামত শেয়ার করলে তাকে আশ্রয় করে ক্ষমতাধরেরা তার বাড়ি তল্লাশি করে! কেন?

তাহলে স্বাধীনতা কি আমাদের হাতের মুঠয় ? নাকি গুটিকয়েক রাজনৈতিক দলর কব্জাগত আমাদের স্বাধীনতা ? স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার স্বাধীনতা কই ? আমজনতার স্বাধীনতা কই ? থাকেই যদি তাহলে বিজয়ের ৪১ বছর পারও আমাদের কেন আজ স্বাধীনতাটাকে খুঁজচ্ছি। কেন আজও আমরা পাইনি স্বাধীনতার স্বাদ; কেন পাইনি মানুষ হিসেবে সঠিক মূল্যায়ন। কেবলই হানাহানী, হিংসা আর দলীয় কোন্দলের শিকার আমরা। আমরা যারা জনগণের

কাতারে আছি তারা বড্ড বেশী অনিরাপদ; অস্বাধীন।

অবশেষে ন্যান্সিকে উৎসর্গ করছি এই ছোট্ট কবিতাটি, তাছাড়া তো আমার আর কিছুই করার নাই!

এটাই কী বাগ স্বাধীনতা?

আমি এমন একদেশে করি বাস

যেথায় গণতন্ত্রের নামে নিত্য পরে লাশ

যারা বলে আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

তারাই আবার জনগণের টুটি চেপে ধরে হাসে অট্টহাসি!

আজ কি করে জন্মাবে বিদ্রোহী নজরুল

স্বাধীন ভাবে কিছু বললেই তোমারা বল এটা ভুল

স্বাধীনতা, হাই স্বাধীনতা তুমি কি কেবলই সরষে ফুল।

বিষয়: রাজনীতি

১৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File