!!!!!!!!!!!!!!!!!!কলাগাছটির মূল্য ১৭ হাজার টাকা!!!!!!!!!!!!!!!!!!!!!

লিখেছেন লিখেছেন হরতাল ১০ মার্চ, ২০১৩, ০৫:০৯:২৫ বিকাল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে নির্মাণাধীন বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কতিপয় অসাধু কর্মকর্তা, কর্মচারী, যোগসাজশে সরকারি টাকা লোপাট চলছে। জালিয়াতের মাধ্যমে জমির দাম ও পরিমাণ বেশি দেখানোসহ অবকাঠামোর ভুয়া তথ্য দিয়ে চলছে অনিয়ম। এখানে একটি কলাগাছের দাম ১৭ হাজার টাকা দেখান হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কের আগৈলঝাড়া উপজেলা সদরের পূর্ব পাশে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক নির্মাণাধীন বাইপাস সড়কের মানসী ফুল্লশ্রীতে জমি কিনে একাধিক বাড়ি তৈরি করে হোসেন মোল্লা বসবাস করে আসছে। তার ক্রয়কৃত কিছু জমি সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়। মানসীক ফুলশ্রী মৌজার ৪৪১নং দাগে ৪ শতক, ৪৩৭নং দাগে ৩০ শতক জমি এবং এর ওপর অবকাঠামো, মূলবান গাছসহ এর ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ২৮১ টাকা। এর মধ্যে জমির দাম ১৪ লাখ ২৮ হাজার এবং অবকাঠামো, গাছপালার ক্ষতিপূরণ বাবদ ধরা হয়েছে ৩ লাখ ৫৭ হাজার ২৮১ টাকা। অথচ সূত্রমতে অধিগ্রহণকৃত ওই জমিটি ছিল নিচু জমি এবং অবকাঠামোর মধ্যে ছিল রাস্তার পাশে একচালা একটি চায়ের দোকান। মূল্যবান গাছপালার মধ্যে ছিল একটি কলাগাছ যার মূল্য ধরা হয়েছে ১৭ হাজার টাকা। উল্লেখ্য ওই জমির অপর পাশে কিছু গাছপালা আছে যা অধিগ্রহণকৃত জমির মধ্যে পড়েনি তাও এর আওতায় দেখানো হয়েছে।

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File