প্রসঙ্গ : সিনহা বাবুর বিরুদ্ধে নাজমুল হুদার মামলা
লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ০২ অক্টোবর, ২০১৮, ০৬:২৫:৫৮ সকাল
যুক্তরাষ্ট্রে নির্বাসিত বাংলাদেশের সাবেক বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে সোয়া তিন কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে ২৭ সেপ্টেম্বর মামলা হয়েছে।
মামলাটি করেছেন সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল
হুদা । এসকে সিনহা প্রধান বিচারপতি থাকাকালীন নাজমুল হুদা মামলা করার সাহস করতে পারেন নি । এখন যেহেতু তিনি নির্বাসনে আছেন তাই মামলার করার সুযোগ নিয়েছেন- মিডিয়ার কাছে তিনি এমনটাই বলেছেন বিলম্বে মামলা করার কৈফিয়ত প্রশ্নে ।
কিন্তু প্রশ্ন হচ্ছে, সিনহা বাবু তো বাংলাদেশ ত্যাগ করলেন প্রায় এগারো মাস আগে। তাহলে ব্যারিস্টার নাজমুল হুদা কেন আরো এগারো মাস আগে মামলাটি রুজু করেননি? কেন তিনি সিনহা বাবুর বই প্রকাশের পরে মামলাটি করলেন?
তাছাড়া মিডিয়ায় তিনি বললেন, সিনহা বাবু তাঁকে তাঁর খাস কামরায় ডেকে নিয়ে সরাসরি সোয়া তিনকোটি টাকা ঘুষ চেয়েছেন। একজন প্রধান বিচারপতি কাউকে সরাসরি খাস কামরায় ডেকে নিয়ে ঘুষ চাওয়ার কথা এই প্রথম শুনলাম।
ঘুষের আখড়া খ্যাত থানায়ও তো ঘুষ আদান প্রদানের জন্য অসংখ্য দালাল থাকে। কিন্তু সোয়া তিনকোটি টাকা ঘুষ লেনদেনের জন্য প্রধান বিচারপতি কি তার অফিসের একজন চাপরাশির সহযোগিতা পেলেন না? নাকি ঘুষের অংক বড় হওয়ার কারণে তিনি নিজেই হ্যান্ডল করতে চেয়েছিলেন, যাতে অন্যদেরকে ভাগবাটোয়ারা দিতে না হয়? কোনো কিছুই যেনো বুঝে আসছেনা?
বিষয়: বিবিধ
৬৪৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন