একজন আব্দুস সাত্তার ইদি, বাংলাদেশ হাইকমিশন ও ১০০ হাজার পাউণ্ডের চেক

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ০৬ মার্চ, ২০১৭, ০৭:১১:২৩ সকাল

সফেদ দাড়ি। মাথায় টুপি। পরনে পাজামা-পাঞ্জাবী। পায়ে সেন্ডেল। অত্যন্ত সাদামাটা পোষাকের এই মানুষটির নাম আব্দুস সাত্তার ইদি।

২৮ ফেব্রুয়ারি ছিলো তাঁর ৮৯তম জন্মদিন। তাই 'গুগল' সার্চইঞ্জিন ওইদিন তাঁকে স্মরণ করেছে বিশেষভাবে। তাঁর ছবিটি সারাদিনই গুগল ডোডল-এ টাঙিয়ে রাখা হয়েছে । আর গুগলে ছবি স্থান পাওয়ার অর্থ হচ্ছে, ওইদিন বিশ্বের অগণিত মানুষ যখনই গুগলে কিছু অনুসন্ধান করেছে তখনই আব্দুল সাত্তার ইদির ছবি তাঁদের সম্মুখে ভেসে ওঠেছে।

ইদি ফাউন্ডনেশনের চেয়ারম্যান দানবীর আব্দুস সাত্তার ইদির জীবনের একটি অসাধারণ ঘটনা আজ মনে পড়ছে। ২০০৭ সালে নভেম্বরে সাইক্লোন সিডরের আঘাতে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে গ্রামের পর গ্রাম যখন লন্ডভন্ড হয়ে যায় তখন আব্দুস সাত্তার ইদি মোটা অংকের অর্থ সাহায্য দিয়েছিলেন বাংলাদেশে । তাঁর এই সাহায্য প্রদানের ধরন ছিলো অবাক করে দেওয়ার মতো।

সিডরের আঘাতে বাংলাদেশের বিরাট ক্ষয়ক্ষতির কথা জানতে পেরে তিনি একটি চেক খামে ভরে নিয়ে যান যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনে। রিসেপশনে একজন কর্মকর্তার হাতে খামটি তুলে দিয়ে আর কোনো কথা না বলে বেরিয়ে আসেন।

কিন্তু হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা যখন খামটি খুললেন তখন তাঁর চোখ তো চড়কগাছ। তিনি দেখতে পান একশ হাজার পাউন্ডের চেক। অর্থাৎ বাংলাদেশী টাকায় এক কোটি টাকা। শুরু হয়ে যায় হৈচৈ। অত্যন্ত সাধারণ পোষাকপরা এই মানুষটি একশ হাজার পাউন্ডের চেক দিয়ে যাবেন এটা কেউ কল্পনাও করতে পারেননি। ১ কোটির টাকার চেক দেখে সকলেই অবাক । খোঁজাখুজি শুরু হয় আব্দুর সাত্তার ইদিকে। কিন্তু হাইকমিশন সম্ভবত তাঁকে আর খোঁজে পায়নি।

আমি তখন সাপ্তাহিক নতুন দিন-এ । বিষয়টি জানতে পেরে নতুন দিনের প্রথম পাতায় একটি বিশেষ ফিচার প্রকাশ করি । অন্য কোনো বাংলা সংবাদপত্রে নিউজটি দেখিনি। নাহ, কোনো মুলধারার সংবাদপত্রেও।

তার কারণ আব্দুস সাত্তার ইদি ছিলেন একেবারেই প্রচারবিমুখ এক দানশীল ব্যক্তিত্ব। তিনি প্রচার চাইলে হাইকমিশনে যাওয়ার সময় একজন ক্যামেরাম্যান সঙ্গে নিয়ে যেতেন। দু-একটা টেলিভিশনতো অবশ্যই তাঁর সঙ্গ নিতো । কিন্তু তিনি বিষয়টি সম্পুর্ণ গোপন রাখেন।

আসলে আব্দুস সাত্তার ইদির মতো ব্যক্তিরাই প্রকৃত দানবীর, প্রকৃত জনসেবক। আজকাল যারা ১০ টাকা দান করে প্রচারণায় আরো ২০টাকা খরচ করেন, তাদের উচিত আব্দুস সাত্তার ইদির মতো মানুষের পদাংক অনুসরণ করা। তবেই তাঁরাও হয়তো একটি গুগলের কাছে স্মরণীয় হতে পারেন।

উল্লেখ্য, আব্দুস সাত্তার ইদির বাড়ি পাকিস্তানে। যুক্তরাজ্যেও তাঁর চ্যারিটির কার্যক্রম ছিলো। তিনি গত বছরের ১৬ জুলাই ইন্তেকাল করেন।

তাইসির মাহমুদ

লন্ডন, যুক্তরাজ্য

সোমবার, ৬ মার্চ ২০১৭

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382137
০৬ মার্চ ২০১৭ সকাল ১১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই মহান ব্যাক্তি কে নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম আমি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File