কোথায় যাচ্ছে দেশ?

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ০৭ জুলাই, ২০১৬, ১০:৫৭:৩৩ রাত

কী হচ্ছে দেশে? কোথায় যাচ্ছে দেশ? কেন এত হতাকাণ্ড। প্রতিদিনই নির্বিচারে মানুষ হত্যা। কুমিল্লায় কলেজ ছাত্র তনু হতাকাণ্ড পুরোপুরি চাপা দিতে সক্ষম হয় চট্রগ্রামে এসপি বাবুল আখতারের স্ত্রী হত্যাকাণ্ড। বাবুল আখতারকে নিয়ে প্রশাসন ও মিডিয়ায় যখন তোলপাড় চলছে তখনই ঘটলো স্মরণকালের ভয়াবহ ঘটনা। গুলশান এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় পুলিশসহ নিহত হলেন ২৮জন। আর এবার সর্বশেষ মর্মান্তিক সন্ত্রাসী ঘটনা ঘটলো শোলাকিয়া ঈদের জামাতের পাশে। ঈদের আনন্দ উপভোগের পরিবর্তে মেলেছে পুলিশসহ ৪ জনের লাশ। কী জঘন্য কাণ্ড। কে থামাবে সন্ত্রাস? সন্ত্রাসের কালো থাবা থেকে কে মুক্তি দেবে দেশবাসীকে?

প্রধামন্ত্রীর বাগাড়ম্বর দেশবাসীর কাছে আর অসহ্য মনে হচ্ছে। শোলাকিয়ার ঘটনার পর তিনি বলেছেন, "বাংলাদেশে কোনো সন্ত্রাসী ও জঙ্গির স্থান হবেনা"। তাঁর এ বক্তব্য মানুষকে আশস্ত করেনা। কারণ হত্যাকাণ্ড একের পর এক ঘটেই চলেছে। ঈদের দিনও শান্তিতে নেই দেশের মানুষ। সন্ত্রাস থেকে কীভাবে মুক্তি পাবে দেশবাসী। মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে আর ক্ষান্ত দিন।

বিষয়: বিবিধ

১৭৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374195
০৮ জুলাই ২০১৬ দুপুর ১২:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একক আর অন্ধ শাসন এর যে অবস্থা হওয়া দরকার তাই হচ্ছে এই দেশে। ভারতিয় পত্রিকা দাবি করছে বাংলাদেশ সরকার নাকি দিল্লির কাছে অভিযোগ জানিয়েছে। যেন তারাই বিচারক!!!
374220
০৯ জুলাই ২০১৬ রাত ০৪:০৮
কুয়েত থেকে লিখেছেন : জঘন্য কাণ্ড কে থামাবে সন্ত্রাস? সন্ত্রাসের কালো থাবা থেকে কে মুক্তি দেবে দেশবাসীকে.? ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File