মিনায় পদদলনে নিহতের সংখ্যা ৪১৭৩ জন

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ০৫ অক্টোবর, ২০১৫, ০২:৫৯:০৬ রাত

মিনার দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৭৬৯ নয়, ৪১৭৩জন । সৌদি স্বাস্থ্য মন্ত্রণলয়ের ওয়েবসাইটে গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

১৯৯০ সালের পরে এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা। ৯০ সালে একটি টানেলের ভেতরে পদদলিত হয়ে ১৪২৬ হাজির মর্মান্তিক মৃতু্য ঘটে। আর এবার স্মরণকালের ভয়াবহ এ হতাহতের ঘটনা ঘটলো।

আল্লাহ তায়ালা তাঁর বাড়ির মেহমানদের নিশ্চয় শাহাদতের মর্যাদা দান করবেন। তবে এই দুর্ঘটনা থেকে সৌদি সরকারের শিক্ষা গ্রহণ করা উচিৎ, আগামীতে যাতে এভাবে আর মৃতু্যর ঘটনা না ঘটে।

উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এ তথ্য আপডেট করলেও কিছুক্ষনের মধ্যে কোনো অজানা কারণে মুছে ফেলে। তবে ওয়েবসাইট থেকে স্ক্রীনশর্ট নিয়ে রেখেছেন অনেকেই।

বিষয়: বিবিধ

৯৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344472
০৫ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৩৭
হতভাগা লিখেছেন : যতটুকু শোনা যাচ্ছে যে সৌদি যুবরাজের ভিআইপি মুভমেন্টের ফল স্বরুপ এটা হয়েছে ।

হজের মত এমন একটা মহা গুরুত্বপূর্ণ কাজের মাঝে কি উনাদের নড়াচড়া না করলেই নয় ?

একটা জিনিস খুব আশ্চর্যের লাগলো যে নিহতদের মধ্যে সৌদি হাজিদের সংখ্যা নেই !

https://en.wikipedia.org/wiki/2015_Hajj_stampede

মৃত্যু হতে আমরা যতই পলায়ন করার চেষ্টা করি না কেন , মৃত্যু আসবেই ।

তবে যে সব জিনিস এড়ানো যায় সেটা করা কি অনুচিত ? হারাম শরীফের সম্প্রসারণ কাজ হজের মৌসুমে বন্ধ রাখলে কি হত না ? এসব ভারী ভারী যন্ত্রপাতি সরিয়ে রাখা কি খুব কঠিন ছিল ?

গতবার হজে গিয়ে সৌদি হাজিদের চোখে পড়েছে বলে মনে হয় না (হয়ত তাদের জন্য বিশেষ কোন আলাদা জায়গা আছে )।

রাজা বাদশারা যখন নিজেদের চরম ইনসিকিউরড মনে করেন তখনই তারা বিশাল লটবহর নিয়ে চলাচল করেন , তাতে সাধারণ মানুষদের কষ্ট হয় । সৌদিরা হয়ত তাদের রাজা বাদশাদের মুডকে সমঝে চলে । হজ করতে আসা হাজিরা কি উনাদের মুড বুঝে ?
345124
০৯ অক্টোবর ২০১৫ সকাল ০৫:০০
তাইছির মাহমুদ লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File