ডিজিটাল দোয়া ও সেলফি সমাচার...

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪২:১৮ সকাল

কোনো পাড়া-প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব অসুস্থ হলে তাঁকে দেখতে যাওয়া, খোঁজ-খবর নেওয়া একটি সামাজিক দায়িত্ব। ইসলামে এই কাজটির ওপর বেশ গুরুত্বারোপ করা হয়েছে।

রাসুল (সাঃ) এ কাজটি করতেন, সঙ্গীদের করতে বলতেন। বোখারী ও মুসলিম শরীফের হাদীসে হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত আছে- রাসুল সা. বলেছেন, এক মুসলমানের ওপর অন্য মুসলমানের পাঁচটি অধিকার বা দাবী রয়েছে। ১. সালামের জবাব দেওয়া । ২. অসুস্থ হলে দেখতে যাওয়া । ৩. জানাজায় উপস্থিত হওয়া। ৪. দাওয়াত গ্রহণ করা। এবং ৫. হাঁচির জবাব (ইয়ারহামু কাল্লাহ) দেওয়া । (বোখারী: ১২৪০, মুসলিম ২১৬২)।

কেউ অসুস্থ হলে আমরা তাঁকে দেখতে যাই। ইসলামিক দৃষ্টিকোণ থেকে হোক কিংবা সামাজিক দায়বদ্ধতা থেকেই হোক-এই দেখাদেখি ও খোঁজ-খবর নেয়ার রেওয়াজ আমাদের সমাজে বেশ প্রচলিত।

বর্তমান ডিজিটাল যুগে কাউকে দেখতে গিয়ে আমরা সর্বাগ্রে যে কাজটি করি তা হচ্ছে, অসুস্থ ব্যক্তির সঙ্গে একটি ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করে দিই । তাঁর জন্য সকলের কাছে দোয়া চাই। এরপর দোয়া আসতে থাকে। আমি, সুম্মান আমিন- ইত্যাদি ডিজিটাল দোয়া।

এক সময় আলেমদের দাওয়াত দিয়ে এনে দোয়া করানো হতো। কিন্তু এখন ডিজিটাল যুগের বদান্যতায় সেরকম দোয়া মাহফিল আয়োজনের প্রয়োজন পড়ে না। সেকেন্ডের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষের দোয়া পাওয়া যাচ্ছে । কী চমৎকার।

কিন্তু প্রশ্ন হচ্ছে- যদি আমার উদ্দেশ্য হয়, অসুস্থ ব্যক্তির সাথে সেলফি ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লাইক, কমেন্ট কিংবা শেয়ার প্রাপ্তি- তাহলে তাতে কি কোনো প্রতিদান আশা করতে পারবো? এটা কি অনেকটা লোক দেখানো ইবাদতের মতো মনে হয়না।? অর্থাৎ, আমি একটি হাদীসের ওপর আমল করে সেটা ফেসবুকের মাধ্যমে জনগণের মধ্যে প্রচার করে বেড়াচ্ছি!!!

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339535
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:১৯
কাহাফ লিখেছেন :
অসুস্হ্য ব্যক্তির সাথে সেলফি তোলে তা যদি শুধুই লাইক-কমেন্ট-শেয়ার উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এমনটা করা নিন্দনীয়!
আর মানুষকে জানিয়ে তাদের জন্যে দুয়ার আবেদন উদ্দেশ্য হলে খারাপ মনে হয়না!
আল্লাহ মালুম!!
339537
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২৮
হতভাগা লিখেছেন : এনড্রয়েড ফোনের যুগে ছবি তথা সেলফি তোলা সহজ হয়ে গেছে বিধায় মানুষ এখন আগের তুলনায় অনেক বেশী ছবি তুলে- নিজের ও অন্যদের ।

এসব ছবি তোলা হয়ে গেছে নিজেকে জাহির করার মাধ্যম এবং অন্যের মনে হিংসা সৃষ্টি করার উপায়।

অসুস্থ এবং এখনও কোন পূর্ণ চিকিৎসা শুরু হয় নাই এমন কোন মানুষের ছবি তুলে তা পোস্ট করা এবং সবার সাথে শেয়ার করারাই ঐ ব্যক্তির চেয়ে বেশী অসুস্থ ।
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:০০
281010
তাইছির মাহমুদ লিখেছেন : ধন্যবাদ
339547
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খবর দেওয়ার সহজ মাধ্যম তো বটে।
339560
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৫
শিকারিমন লিখেছেন : আমিত্ব প্রকাশের অসুস্থ মাধ্যম সেলফি ম্যানিয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File